ঢাকা-৮ আসনে লড়তে চান শহিদ ওসমান হাদির বোন মাসুমা

SHARE

ঢাকা-৮ আসনে লড়তে চান শহিদ ওসমান হাদির বোন মাসুমা। ছবি: সংগৃহীত

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.ম,রাজনীতি প্রতিনিধি,শুক্রবার   ২৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১১ ১৪৩২ :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন শহিদ শরিফ ওসমান হাদির বোন মাসুমা হাদি। শুক্রবার (২৬ ডিসেম্বর) ঝালকাঠির বাসস্ট্যান্ড মোড়ে এক মানববন্ধনে মাসুমা হাদি এই আগ্রহের কথা জানান তিনি।

Advertisement

এদিন মাসুমা হাদিকে প্রার্থী করার দাবিতে ঝালকাঠির বাসস্ট্যান্ড মোড়ে মানববন্ধনের আয়োজন করেন তার সমর্থক ও শুভানুধ্যায়ীরা। মানববন্ধনে বক্তারা বলেন, ‘ফ্যাসিস্টদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে হাদিকে প্রাণ দিতে হয়েছে। তিনি ইনসাফের পক্ষে এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় লড়াই করেছেন। তিনি সংসদে গিয়ে ন্যায়ের পক্ষে, জনগণের পক্ষে এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলতে চেয়েছিলেন। কিন্তু ঘাতকরা তার সেই কথা থামিয়ে দিয়েছে। তবে আমরা চাই শহিদ ওসমান হাদির দেশ, জনগণ ও ন্যায়ের পক্ষে লড়াই বেঁচে থাকুক, উজ্জীবিত থাকুক।’

তারা আরও বলেন, ‘হাদির বোন মাসুমা হাদির মাঝে আমরা হাদির প্রতিচ্ছবি দেখতে পাই। আমরা মাসুমা হাদিকে ঢাকা-৮-এর সংসদ সদস্য প্রার্থী হিসেবে দেখতে চাই। দেশবাসীও এটি চায়।’

Advertisement

প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

 

এ সময় শরিফ ওসমান হাদির বড় বোন মাসুমা হাদি ঢাকা-৮ এ এমপি পদে নিজের প্রার্থিতার প্রস্তাবে সম্মতি জানিয়ে বলেন, আমার ভাই ওসমান হাদির রক্তে গড়া এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষাকবজ ইনকিলাব মঞ্চ। ওসমান হাদির স্বপ্ন ছিল রিক্সাচালক, দিনমজুর, কৃষক, শ্রমিকের কণ্ঠ হয়ে সংসদে ইনসাফের কথা বলা। তাকে হত্যার মধ্যে দিয়ে ইনসাফের লড়াই থামিয়ে দেয়া হয়েছে। ইনকিলাব মঞ্চের ভাইবোনেরা সিদ্ধান্ত নিলে হাদির নির্বাচনি সংসদীয় আসন ঢাকা-৮ এ স্বতন্ত্র প্রার্থী হতে প্রস্তুত বলেও তিনি জানান।