ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,রাজনীতি প্রতিনিধি,বুধবার ২৪ ডিসেম্বর ২০২৫ || পৌষ ৯ ১৪৩২ :
দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই ঐতিহাসিক প্রত্যাবর্তন উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দলীয়ভাবে তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়ার প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি।
Advertisement
দলীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে বিমানবন্দরে তারেক রহমানকে ফুল দিয়ে স্বাগত জানাবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এবং যুগ্ম সিনিয়র মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় দলের শীর্ষ পর্যায়ের আরো কয়েকজন নেতা উপস্থিত থাকার কথা রয়েছে।
বিএনপির নেতারা জানান, এটি কোনো আনুষ্ঠানিক সংবর্ধনা নয়; বরং দলীয় শৃঙ্খলা ও নিরাপত্তা বিবেচনায় সীমিত পরিসরে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হবে। বিমানবন্দরের ভেতরে নির্ধারিত ভিআইপি এলাকায় এই বরণ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
Advertisement
প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

দলীয় সূত্র আরো জানায়, বিমানবন্দর থেকে তারেক রহমান সরাসরি রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিটে নির্ধারিত গণসংবর্ধনা মঞ্চে যাবেন। সেখানে দেশবাসীর উদ্দেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। এরপর তিনি তার মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে এভারকেয়ার হাসপাতালে যাবেন।
বিএনপি নেতাদের মতে, তারেক রহমানের প্রত্যাবর্তন শুধু একটি ব্যক্তিগত ঘটনা নয়, বরং এটি দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। এ কারণে দলের সর্বোচ্চ নেতৃত্ব তার আগমনকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছে।
Advertisement

২০০৮ সালে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার পর দেড় দেড় যুুগ লন্ডনে অবস্থান করছেন তারেক রহমান। প্রায় ১৭ বছর পর তার দেশে ফেরা বিএনপির রাজনীতিতে নতুন গতি আনবে বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা।



