চট্টগ্রামে আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

SHARE

শীর্ষ সন্ত্রাসী শহিদুল ইসলাম ওরফে বুইশশা। ফাইল ছবি

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.ম, প্রতিনিধি,রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২    :

চট্টগ্রামে আলোচিত শীর্ষ সন্ত্রাসী শহিদুল ইসলাম ওরফে বুইশশাকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৭)। শনিবার (২০ ডিসেম্বর) রাত ১০টার দিকে নগরীর দুই নম্বর গেট এলাকায় ফিনলে স্কয়ারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

Advertisement

র‌্যাব জানায়, সন্ত্রাসী বুইশশার বিরুদ্ধে নগরীর একাধিক থানায় অস্ত্র, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, বিদেশ পলাতক বড় সাজ্জাদের হয়ে নগরীতে অপরাধমূলক কাজ করতেন। এই গ্রুপের অস্ত্রের উৎস, অন্যান্য সদস্য ও সাম্প্রতিক সহিংস ঘটনার সঙ্গে তিনি সম্পৃক্ততা কিনা সে বিষয়ে তথ্য নেয়া হচ্ছে।

Advertisement

প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

 

র‌্যাব আরও জানায়, নগরীতে চাঁদাবাজি, ভয়ভীতি দেখানো ও প্রতিপক্ষকে হামলার হুমকি দেয়ার কাজে বুইশশা ও তার বাহিনী জড়িত। আজ সকাল ১১টায় সংবাদ সম্মেলন করে বুইশশার সম্পর্কে বিস্তারিত জানানো হবে।