(ভিডিও) হাদিকে গুলি: চ্যানেল 24 এর অনুসন্ধানে মিললো লোমহর্ষক বর্ণনা

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,রাজধানীর আগারগাঁও  প্রতিনিধি, সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২ :

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ওসমান হাদির ওপর হামলার পর রাজধানীর আগারগাঁওয়ে বোনের বাসা আশ্রয় নেয় ফয়সাল করিম মাসুদসহ তার সাঙ্গপাঙ্গরা। কিছু সময় সেখানে থাকার পর পালিয়ে যায় সেখান থেকে। তার আগে, সঙ্গে থাকা মোবাইল ফোনসহ কিছু গুরুত্বপূর্ণ আলামত ধ্বংস করে তারা। চ্যানেল 24 এর অনুসন্ধানে মিলেছে এমন লোমহর্ষক তথ্য।

Advertisement

পেশাদার শ্যুটার বললে হয়তো ভুল হবে না। এক রহস্যময় চরিত্র ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান। সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে তার প্রকাশিত বেশভূষায় মিলে যায় বাস্তব জীবনও। গোপন তথ্যের ভিত্তিতে চ্যানেল 24 এর অনুসন্ধান রাজধানীর পশ্চিম আগারগাঁওয়ে। ফয়সাল করিম ও তার পরিবারের সন্ধান পাওয়ার চেষ্টা।

এই প্রতিবেদক বাড়ির দারোয়ানের কাছে মোবাইলে ছবি দেখিয়ে ফয়সাল করিমকে দেখেছেন কি না, জানতে চাইলে তিনি হ্যা সূচক জবাব দেন। ভবনটির ফ্লাটে থাকা অন্য এক বাসিন্দা ফয়সালকে ৭-৮ তলায় দেখেছেন বলেও জানান।

Advertisement

প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

 

তবে ভবনটির আট তলায় তার বোন জেসমিনের ফ্ল্যাটের দরজায় সামনে গিয়ে একাধিকবার ডেকেও ভিতর থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। তবে তথ্য বলছে, ফ্ল্যাটে অবস্থান করছেন ফয়সাল করিমের বাবা রবিউল করিমসহ পরিবারের সদস্যরা।

এই বিষয়ে ভবনটির মালিকের সঙ্গে কথা বলতে গেলেও তিনি দরজা খুলতে রাজি হননি। প্রতিবেদকের সঙ্গে কথা বলেন ভেতর থেকেই। জেসমিন নামে ভাড়াটিয়া থাকার কথা তিনি থাকার কথা স্বীকার করলেও এই মুহূর্তে সে বা তার পরিবার ফ্লাটে আছে কি না, সেটি অবগত নন তিনি।

এরপরও হাল না ছেড়ে খোঁজ চালাই ভবনটির বিভিন্ন ফ্ল্যাটে। এক পর্যায়ে এক বাসিন্দা জানান, শুক্রবার ফয়সাল করিম চেহারার সাথে মিল আছে, এমন একজনসহ কয়েকজন দৌড়ঝাপ করে সেখানে।

এরপর চ্যানেল 24 এর অনুসন্ধান রাজধানীর আদাবরে ৫ নম্বর সড়কে। কথা হয় ফয়সাল করিমের সাবেক স্ত্রীর মায়ের সাথে। তিনিও জানালেন ফয়সালের ভয়ঙ্কর জগতের কথা। তিনি বলেন, ও তো একটা রাস্তার টোকাই ছেলে ছিল। ধরতে গেলে ওর কিছুই ছিল না। আমার মেয়ে কিন্তু  আগে চাকরি করত এখানে।

আরেকটি তথ্যের সুত্র ধরে এবার যাওয়া যাক, আদাবরের সুনিবিড় হাউজিংয়ে। যেখানে ফয়সালের খুব কাছের সহযোগী আলমগীরের তথ্য মেলে। স্থির চিত্র ও সিসি ক্যামেরার সূত্র ধরে স্থানীয়রাও জানান, ফয়সাল, আলমগীর, হান্নানরা একসাথেই চলাফেরা করতো। নিয়ন্ত্রণ করতো ওই এলাকার অপরাধ জগত।

আলমগীরের স্ত্রী বলেন, এখানে থাকে না। এখানে একটু সমস্যা এজন্য থাকে না। কতদিন থাকে না এমন প্রশ্নে তিনি বলেন, সরকার পতনের পর থেকেই।

রাজনীতির বিষয়ে জানতে চাইলে বলেন, সেভাবে রাজনীতি করত না। এখানে আওয়ামী লীগের লোকজন ছিল, তাদের সাথে উঠাবসা ছিল। তার কোনো পোস্টও ছিল না। কিছুই ছিল না।

আলমগীরের মা বলেন, আমি তার কিছু জানি না। সে যদি অপরাধ করে থাকে, অপরাধের সাজা আপনারা দেন।

Advertisement

অনুসন্ধানের জানা যায়, বিভিন্ন ঠিকানা বদলাতো ফয়সাল করিম। সক্রিয় ছিল আওয়ামী লীগের সাম্প্রতিক ঝটিকা মিছিলেও।