(ভিডিও) বিতর্কের মুখে নেহা কক্কর

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,বিনোদন প্রতিনিধি, মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২  :

বলিউডের জনপ্রিয় গায়িকা নেহা কক্কর আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি এক কনসার্টে গান পরিবেশনের সময় তার অঙ্গভঙ্গি এবং শরীরে পানি ঢালার একটি মুহূর্ত ভিডিও হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ভাইরাল হতেই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে নানামুখী প্রতিক্রিয়া।

Advertisement

কেউ এটিকে ‘সাহসী ও আন্তর্জাতিক মানের পারফরম্যান্স’ বলে প্রশংসা করলেও, অনেকে মন্তব্য করছেন এটি ‘অশোভন’ এবং ‘সস্তায় আলোচনায় আসার চেষ্টা’। ভিডিওতে দেখা যায়, লেপার্ড-প্রিন্টের পোশাকে নেহা মঞ্চে গান করছেন। পারফরম্যান্সের মাঝেই তিনি একটি পানির বোতল তুলে নিজের শরীরের উপরের অংশে ঢেলে দেন। মুহূর্তটি ছড়িয়ে পড়ে টিকটক ও ইনস্টাগ্রামজুড়ে, যেখানে ইতিমধ্যে ভিডিওটি এক কোটিরও বেশি মানুষ দেখেছেন।

 সম্প্রতি এক কনসার্টে গান পরিবেশনের সময় তার অঙ্গভঙ্গি এবং শরীরে পানি ঢালার একটি মুহূর্ত ভিডিও হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবি: সংগৃহীত

সম্প্রতি এক কনসার্টে গান পরিবেশনের সময় তার অঙ্গভঙ্গি এবং শরীরে পানি ঢালার একটি মুহূর্ত ভিডিও হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবি: সংগৃহীত

Advertisement

প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

 

ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। অনেক ব্যবহারকারী মনে করছেন, গানের চেয়ে নিজেকে প্রদর্শনীতে বেশি গুরুত্ব দিচ্ছেন নেহা। এক সমালোচক লিখেছেন, সুরের রানি থেকে এমন পর্যায়ে নামা সত্যিই দুঃখজনক। আরেকজন মন্তব্য করেছেন, ভাইরাল হওয়ার নেশায় নিজেকে ছোট করছেন নেহা। অন্যদিকে, গায়িকার ভক্তরা বলছেন, এটি শুধুই স্টেজ পারফরম্যান্সের অংশ, যা আন্তর্জাতিক মিউজিক শোতে সাধারণ বিষয়।

Advertisement

নেহা কক্করের এমন আলোচনা নতুন নয়। অতীতেও বেলি ডান্স ও সাহসী কোরিওগ্রাফির কারণে তিনি সমালোচনার মুখে পড়েছেন। তবে এবারের বিষয়টি অনেকের মতে সামাজিক রুচি ও মঞ্চশিল্পের সীমা নিয়ে নতুনভাবে প্রশ্ন তুলেছে।

সূত্র: ফিল্মবিট