ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (ভিডিও),আনন্দবাজার ডট কমের সৌজন্যে, সোমবার ০৩ নভেম্বর ২০২৫ || কার্তিক ১৯ ১৪৩২ :
খেতের মধ্যে বালকটিকে খেলতে দেখে সে দিকে তেড়ে গেল ষাঁড়টি। শিং দিয়ে ওই বালককে গুঁতো মারার জন্য এগিয়ে যাচ্ছিল ষাঁড়টি। কিন্তু সেই সময় খুদের সামনে ঝাঁপিয়ে পড়ল গরুটি।
Advertisement
খেতের মধ্যে মাটি নিয়ে খেলা করছিল এক খুদে। তাকে দেখে তেড়ে এল একটি ষাঁড়। শিং দিয়ে বাচ্চাটিকে সবেমাত্র গুঁতো মারতে যাবে, ঠিক সেই মুহূর্তে ‘রক্ষক’ হিসাবে সেখানে হাজির হল একটি গরু। বালকের প্রায় উপরেই ঝাঁপিয়ে পড়ল সে। ফলে গরুর পেটের তলায় ঢাকা পড়ে গেল বালকটি। ষাঁড়টিও আর আক্রমণের সাহস পেল না। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।



