(ভিডিও) জিম্মিদের তালিকা দিল হামাস, ইসরাইলের কারাগারের কাছে রেডক্রসের বাস

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (ভিডিও),আন্তর্জাতিক প্রতিনিধি, সোমবার   ১৩ অক্টোবর ২০২৫ ||  আশ্বিন ২৮ ১৪৩২ :

যুদ্ধবিরতি চুক্তির আওতায় আজ সোমবার আর কিছুক্ষণের মধ্যে ইসরাইলি জিম্মিদের মুক্তি দেবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। বিনিময়ে ইসরাইলের কারাগারে বন্দি প্রায় ২ হাজার ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে ইসরাইল।

Advertisement

সোমবার (১৩ অক্টোবর) আল জাজিরা বলছে, এরইমধ্যে জিম্মিদের নামের তালিক প্রকাশ করেছে হামাস। তালিকা অনুসারে, আজ মুক্তিপ্রাপ্ত বন্দিদের মধ্যে রয়েছেন এলকানা বোহবোট, মাতান অ্যাংরেস্ট, আভিনাতান ওর, ইয়োসেফ-হাইম ওহানা, অ্যালোন ওহেল, এভিয়াতার দাভুদ, গাই গিলবোয়া-দালাল, রম ব্রাস্লাভস্কি এবং যমজ সন্তান গালি এবং জিভ বারম্যান।

 

আরও আছেন আইতান মোর, সেগেভ কালফন, ম্যাক্সিম হারকিন, আইতান হর্ন, বার কুপারশটাইন, ওমরি মিরান এবং ভাই ডেভিড কুনিও এবং এরিয়েল কুনিও।

Advertisement

প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

 
এছাড়া ইসরাইলি সেনা নিমরোদ কোহেন ও মাতান জাঙ্গাউকারও তালিকায় রয়েছেন।
 
এদিকে ফিলিস্তিনি বন্দিদের বহন করতে আন্তর্জাতিক রেকক্রসের (আইসিআরসি) বাসগুলো ইসরাইলের ওফের সামরিক কারাগারে পৌঁছেছে। সেখান থেকে ১০৮ জন ফিলিস্তিনি বন্দিকে অধিকৃত পশ্চিম তীর এবং জেরুজালেমে আনা হবে।

Advertisement

 
নেগেভের কটজিওট কারাগার থেকে আরও ১৪২ জন ফিলিস্তিনি বন্দিকে গাজায় অথবা নির্বাসনে যাওয়ার জন্য মুক্তি দেয়া হবে বলে আশা করা হচ্ছে।
ইসরাইল অধিকৃত পশ্চিম তীরের একটি সামরিক কারাগার থেকে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেয়া হবে। ছবি: রয়টার্স