(ভিডিও) গাজা যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (ভিডিও),আন্তর্জাতিক প্রতিনিধি, সোমবার   ১৩ অক্টোবর ২০২৫ ||  আশ্বিন ২৮ ১৪৩২ :

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজা যুদ্ধ শেষ হয়েছে। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর তিনি ইসরায়েলে যাচ্ছেন গাজা থেকে জিম্মিদের মুক্তির তদারকি করতে। খবর বিবিসির।

Advertisement

 

রবিবার ওয়াশিংটন ডিসি থেকে ইসরায়েলে যাওয়ার পথে এয়ার ফোর্স ওয়ান-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, গাজা যুদ্ধে অবসান হয়েছে। গাজায় দ্রুতই একটি শান্তি বোর্ড গঠিত হবে।

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “আমি মনে করি এটি স্বাভাবিক হতে চলেছে।”

 

 

রবিবার গাজায় তৃতীয় দিনের মতো ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি পালিত হয়েছে। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, আজ সোমবার স্থানীয় সময় দুপুর নাগাদ হামাসের হাতে থাকা সব জিম্মিকে মুক্তি দিতে হবে।

Advertisement

প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

প্রথম পর্যায়ের এই শান্তি চুক্তিতে গাজা থেকে ২০ জন জীবিত ইসরায়েলি জিম্মি ও ২৮ জনের মরদেহ ফেরত আসার কথা রয়েছে। এর বিনিময়ে ইসরায়েল ১ গাজার ৭২২ জন ফিলিস্তিনি বন্দি ও গাজা থেকে ব্যক্তিকে মুক্তি দেবে। পাশাপাশি মানবিক সহায়তার পরিমাণও বাড়ানো হবে।

 

ইসরায়েলি সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, জীবিত জিম্মিদের নিরাপদে ইসরায়েলে ফেরার পরই বন্দিদের মুক্তি দেওয়া হবে।

শনিবার তেল আবিবে শত-সহস্র মানুষ সমবেত হয়ে ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা জানায়।

 

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় প্রায় ১২০০ ইসরায়েলি নাগরিক নিহত এবং ২৫১ জন জিম্মি হয়েছিলেন। সেই ঘটনার পর ইসরায়েলের সামরিক অভিযানে গাজায় নিহত হয় ৬৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি। যার মধ্যে ১৮ হাজারের বেশি শিশু।

Advertisement

ট্রাম্পের মধ্যস্থতায় স্বাক্ষরিত ২০ দফা শান্তি পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নের পর তিনি সোমবার ইসরায়েল পৌঁছে নেসেটে (পার্লামেন্ট) ভাষণ দেবেন। এরপর তিনি যাবেন মিসরের শার্ম আল শেখে, যেখানে গাজা নিয়ে একটি আন্তর্জাতিক শান্তি সম্মেলন অনুষ্ঠিত হবে। মার্কিন প্রেসিডেন্ট ও মিসরের প্রেসিডেন্টের সভাপতিত্বে এই সম্মেলনে ২০টি দেশের নেতারা যোগ দেবেন।