ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (ভিডিও),বিনোদন প্রতিনিধি, বুধবার ০৮ অক্টোবর ২০২৫ || আশ্বিন ২৩ ১৪৩২ :
বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সঙ্গে জড়িত মাদক মামলায় অবশেষে বড় স্বস্তি পেলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। বম্বে হাইকোর্ট বুধবার রিয়ার পাসপোর্ট স্থায়ীভাবে ফেরত দেয়ার নির্দেশ দিয়েছেন। এর ফলে তাকে আর প্রতিবার বিদেশ যাওয়ার আগে ট্রায়াল কোর্টের অনুমতি নিতে হবে না।
Advertisement
২০২০ সালে মাদক মামলায় গ্রেপ্তারের পর জামিনে মুক্তি পেলেও আদালতের শর্ত অনুযায়ী পাসপোর্ট জমা রাখতে হয়েছিল রিয়াকে। সেই সময় থেকে বিদেশ ভ্রমণের জন্য প্রতি বার আলাদা করে আদালতের অনুমতি নিতে হতো।
রিয়ার আইনজীবী আয়াজ খান জানান, এ বিধিনিষেধের কারণে রিয়ার পেশাগত জীবনে সমস্যা হচ্ছিল। বিদেশে শুটিং, অডিশন ও মিটিংয়ের জন্য নিয়মিত যাতায়াতের প্রয়োজন হচ্ছে তার। তিনি আদালতকে আশ্বস্ত করেন, রিয়া কখনও জামিনের শর্ত ভঙ্গ করেননি এবং সব নির্দেশ মেনে চলেছেন।
Advertisement
প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫
তবে এনসিবি’র পক্ষ থেকে এই আবেদন নিয়ে আপত্তি জানানো হয়। তাদের আইনজীবী বলেন, রিয়া একজন সেলিব্রিটি বলেই তাকে বিশেষ সুবিধা দেওয়া উচিত নয়। এমন সুযোগে তিনি দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
বিচারপতি নীলা গোখলে তার রায়ে বলেন, রিয়া শুরু থেকেই তদন্তে সহযোগিতা করেছেন, আদালতের অনুমতি নিয়েই বিদেশ সফর করেছেন এবং কখনও অনুপস্থিত ছিলেন না। তাই তার বিরুদ্ধে পলাতক হওয়ার কোনো আশঙ্কার যুক্তিসঙ্গত ভিত্তি নেই।
Advertisement
আদালত জানায়, রিয়াকে এখন থেকে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে প্রতি বার অনুমতির প্রয়োজন হবে না। তবে কমপক্ষে চার দিন আগেই ভ্রমণ পরিকল্পনা, ফ্লাইট ও হোটেলের তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে। পাশাপাশি ট্রায়ালের প্রতিটি তারিখে তাকে আদালতে উপস্থিত থাকতে হবে, যদি না ট্রায়াল কোর্ট থেকে ছুটি দেয়া হয়।
এই আদেশের মাধ্যমে দীর্ঘদিন ধরে চলা এক ধরনের সীমাবদ্ধতা থেকে মুক্তি পেলেন রিয়া চক্রবর্তী।