ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (ভিডিও),বিশেষ প্রতিনিধি,সোমবার ০৬ অক্টোবর ২০২৫ || আশ্বিন ২১ ১৪৩২ :
Advertisement
গ্রেপ্তার দাউদকান্দি উপজেলা পরিষদের দুবারের চেয়ারম্যান এবং কুমিল্লা-১ আসন থেকে তিনবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভুঁইয়ার বড় ছেলে। তিনি দাউদকান্দি উপজেলা গোয়ালমারী ইউনিয়নের জুরানপুর গ্রামের বাসিন্দা।
Advertisement
প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫
থানা পুলিশ সূত্রে জানা যায়, দাউদকান্দিতে ২০২৪ সালের জুলাই মাসে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হওয়া রিফাত, বাবু ও সুলতান মিয়া হত্যাসহ ৪টি মামলার এজাহারনামীয় আসামি মোহাম্মদ আলী সুমন। তিনি রাজধানীর গুলশানে অবস্থান করছেন এ খবর পেয়ে মডেল থানা পুলিশ ঢাকায় যায়। পরে গুলশান পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করে। আটকের পর রাতেই তাকে দাউদকান্দি মডেল থানায় নিয়ে আসা হয়েছে।
Advertisement
দাউদকান্দি মডেল থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘জুলাইতে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় তিনটি হত্যাসহ চারটি মামলার আসামি মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনকে রবিবার দিবাগত রাতে ঢাকার গুলশান পুলিশের সহযোগিতায় গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার দুপুরের মধ্যে তাকে সব মামলার কাগজপত্রসহ কুমিল্লা জেলহাজতে পাঠানো হবে।’