(ভিডিও)নরসিংদীতে এএসপি শামীম আনোয়ারের ওপর চাঁদাবাজদের হামলা

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (ভিডিও),বিশেষ  প্রতিনিধি, শনিবার   ০৪ অক্টোবর ২০২৫ ||  আশ্বিন ১৯ ১৪৩২ :

নরসিংদীতে সড়কে চাঁদাবাজির কারণ জানতে চাওয়ায় জেলার সহকারী পুলিশ সুপার (এএসপি) শামীম আনোয়ারের ওপর হামলা করা হয়েছে। শনিবার (৪ অক্টোবর) দুপুরে শহরের আরশিনগর এলাকায় হামলা করা হয়।

Advertisement

 

রাস্তার পাশে যানবাহন থেকে অবৈধভাবে চাঁদা তোলার বিষয়টি দেখে কারণ জানতে চান এই পুলিশ কর্মকর্তা। তখন অতর্কিতভাবে ৩০-৩৫ জনের দল তাকে ঘিরে ধরে মারধর করে। এতে তিনি আহত হন।

 

আহত অবস্থায় প্রথমে তাকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

 

এএসপি শামীম আনোয়ার বলেন, “আজ (শনিবার)  সকালে আরশিনগর এলাকায় দেখি, দুই ব্যক্তি যানবাহন থেকে টাকা তুলছেন। আমি তাদের জিজ্ঞেস করি, কীসের টাকা তুলছেন? যানবাহন থেকে চাঁদা তোলায় তো হাইকোর্টের নিষেধাজ্ঞা আছে। তখন ৩০-৩৫ জনের মতো লোক এসে আমার ওপর হামলা চালায়।’’

 

হামলায় আহত হয়ে এএসপি শামীম আনোয়ার মাটিতে লুটিয়ে পড়েন। 

তিনি আরো বলেন, ‘‘তারা আমাকে ঘিরে ধরে কিল-ঘুষি মারতে থাকে এবং এক পর্যায়ে মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এরপর সঙ্গে থাকা পুলিশ সদস্যরা আমাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়।”

Advertisement

প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

 

কয়েক দিন আগে এএসপি শামীম আনোয়ার নরসিংদীর সড়কে চাঁদাবাজি বন্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেন। একইসঙ্গে তিনি নিজের ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে ‘তিনি চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এবং যে কোনো সময় তার ওপর হামলা হতে পারে’ বলে আশঙ্কা প্রকাশ করেন।

নরসিংদী জেলা পুলিশ সুপার মেনহাজুল আলম বলেন, ‘‘বিষয়টা তত বড় না। আমরা খোঁজখবর নিচ্ছি। হেড কোয়ার্টারে কথা বলছি।’’

এএসপি শামীম আনোয়ার।