ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (ভিডিও),মেঘনা প্রতিনিধি, বৃহস্পতিবার ০২ অক্টোবর ২০২৫ || আশ্বিন ১৭ ১৪৩২ :
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের মেঘনা উপজেলা শাখার সভাপতি আমির ইসলাম রহিম এক খোলা চিঠিতে এনসিপি নেতা নাসির ভাইয়ের সাম্প্রতিক বক্তব্যের কড়া সমালোচনা করে বলেন,
নাসির ভাই ডার্বির পাশাপাশি সম্ভবত শুকনো পাতা খাওয়া শুরু করেছেন। তাঁর সাম্প্রতিক অসম্মানজনক বক্তব্য শুনে মনে হয়েছে, স্বাভাবিক অবস্থায় কেউ এমন কথা বলতে পারে না।
Advertisement
তিনি বলেন, নাসির ভাই নিজেকে হাসান মাহমুদের জায়গায় কল্পনা করতে চাইছেন, কিন্তু তাঁর আচরণ হাসান মাহমুদের মতো নয়। বরং তাঁর আচরণে কিছুটা মার্জুক রাসেলের ছায়া দেখা যায়। তিনি নিজে একাধিক দলের রাজনীতি করে সর্বশেষ এনসিপিতে যোগ দিয়েছেন, আর এখন নিজেকে সবাই সমান ভাবছেন। রাজনীতিতে পদ-পদবি পাওয়া মানেই বড় নেতা হওয়া নয়, মানুষের মাঝে জায়গা করে নেওয়াই আসল রাজনীতি।
আমির ইসলাম রহিম আরও বলেন,
আমি তাঁকে আহ্বান জানাই—আপনি যদি সত্যিই মনে করেন এনসিপি আজ দেশের বড় শক্তি হয়ে উঠেছে, তাহলে তৃণমূলে নেমে একবার বাস্তবতা দেখে আসুন। দেশের বিভিন্ন স্থানে ঘুরে দেখুন, এনসিপির প্রকৃত নেতাকর্মী এবং গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংখ্যা তুলনা করুন। মাঠে গিয়ে বুঝবেন কোথায় মানুষের আস্থা, ভালোবাসা ও বিশ্বাস বেশি।
তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন,
যদি দেশের অধিকাংশ জায়গায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীর সংখ্যা বেশি না পাওয়া যায়, তাহলে আমি সংবাদ সম্মেলন করে আহ্বান জানাবো—গণঅধিকার পরিষদ বিলুপ্ত করে এনসিপিতে যোগ দিতে। কারণ আমাদের লক্ষ্য কোনো ব্যক্তি বা দলের পদ নয়, আমাদের লক্ষ্য দেশের মানুষের অধিকার আদায়। আর যদি দেখা যায় এনসিপির নেতাকর্মীর সংখ্যা বাস্তবে অনেক কম, তাহলে সেই সমস্যার সমাধান আপনাদেরই দিতে হবে।
Advertisement
প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫
গণঅধিকার পরিষদের সাংগঠনিক শক্তির প্রসঙ্গ তুলে তিনি বলেন,
আলহামদুলিল্লাহ, আমাদের ৬৪টি জেলায়, প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে পূর্ণাঙ্গ কমিটি গঠিত আছে। আমরা তৃণমূল থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত একটি শক্তিশালী সাংগঠনিক কাঠামো গড়ে তুলেছি। কিন্তু এনসিপির এখনো ভালোভাবে জেলা কমিটিই গঠন হয়নি। তৃণমূলে সাংগঠনিক উপস্থিতি ছাড়া কোনো দল বড় বড় কথা বললে সেটা কেবল মুখের বুলি হয়, বাস্তবতা নয়।
তিনি আরও যোগ করেন,
রাজনীতি কোনো ফেসবুকের পোস্ট বা টকশোর কথায় সীমাবদ্ধ নয়। রাজনীতি মানে মানুষের পাশে দাঁড়ানো, তাঁদের ন্যায় ও অধিকারের জন্য লড়াই করা। গণঅধিকার পরিষদ সেই পথেই এগিয়ে যাচ্ছে। আমরা মানুষের হৃদয়ে জায়গা করেছি, তাদের বিশ্বাস অর্জন করেছি, আর সেটাই আমাদের আসল শক্তি।
Advertisement
শেষে তিনি নাসির ভাইকে উদ্দেশ্য করে বলেন,
আপনি যদি সত্যিই দেশের মানুষের জন্য রাজনীতি করতে চান, তাহলে বাস্তব চিত্র দেখুন, মাঠে যান, তৃণমূলের মানুষের সঙ্গে কথা বলুন। সত্যকে স্বীকার করার সাহস রাখুন। আর যদি মনে করেন শুধু কথার মাধ্যমে বাস্তবতা বদলে যাবে, তাহলে আপনি ভুল করছেন। গণঅধিকার পরিষদ মাঠে আছে, মানুষের মাঝে আছে এবং থাকবে।