(ভিডিও) মানুষকে গোসল করিয়ে শুকিয়ে দেবে মেশিন

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (ভিডিও),আন্তর্জাতিক প্রতিনিধি, মঙ্গলবার   ৩০ সেপ্টেম্বর ২০২৫ ||  আশ্বিন ১৫ ১৪৩২ :

মানুষকে গোসল করিয়ে শুকিয়ে দেবে যন্ত্র। এমনই এক যন্ত্র আবিষ্কার করেছেন জাপানের বিজ্ঞানীরা। ওই যন্ত্রের নাম ‘মিরাই নিনগেন সেনতাকুক’। দেখতে অনেকটা ক্যাপসুল আকৃতির।

Advertisement

 

মিরাই নিনগেন সেনতাকুক— নামের যন্ত্র একজন মানুষকে মাত্র ১৫ মিনিটে গোসল করিয়ে এবং সম্পূর্ণ শুকিয়ে দেবে। ‘মিরাই নিনগেন সেনতাকুক’ তৈরি করেছে সায়েন্স কো. লিমিটেড।

Advertisement

প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

 

একজন মানুষ যন্ত্রটির ভেতরে ঢোকার পরে তার শরীরে পানির স্প্রে করবে। আবার গোসল শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এটি শরীর দ্রুত শুকিয়ে দেয়, ফলে তোয়ালের কোনো প্রয়োজন পড়বে না।

Advertisement

 

বিশেষজ্ঞরা বলছেন,  এই প্রযুক্তি মানুষের গোসলের অভিজ্ঞতাকে আরও আধুনিক ও সুবিধাজনক করে তুলবে। এবং ব্যক্তিগত স্বাস্থ্যবিধি রক্ষায় এক নতুন যুগের সূচনা হবে।

জাপানের উদ্ভাবকরা মনে করছেন, ‘‘ভবিষ্যতের জীবনযাত্রায় এ ধরনের হাই-টেক ডিভাইস মানুষের সময় ও শ্রম সাশ্রয় করবে।’’

 

সূত্র: এনডিটিভি