ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (ভিডিও),রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন প্রতিনিধি,সোমবার ২৯ সেপ্টেম্বর ২০২৫ || আশ্বিন ১৪ ১৪৩২ :
বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। বৈঠক শেষে গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ‘‘যুক্তরাজ্য বাংলাদেশে আগামী নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ দেখতে চায়।’’ তবে ‘অন্তর্ভুক্তিমূলক নির্বাচন’ নিয়ে অতীতে তাদের যে অবস্থান ছিল, সেই প্রসঙ্গ এবার আর তোলেননি সারাহ কুক।
সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন সারাহ কুক। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
হাইকমিশনার সারাহ কুক বলেন, ‘‘সিইসির সঙ্গে খুব ভালো বৈঠক হয়েছে। কয়েক মাস আগেও যুক্তরাজ্যের পক্ষ থেকে নির্বাচন বিষয়ক আলোচনায় আগ্রহ ছিল, এবারো সেই ধারাবাহিকতায় আমরা এসেছি। আমরা আশা করি, আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য এবং শান্তিপূর্ণ হবে।’’
Advertisement
প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫
তিনি আরো বলেন, ‘‘যুক্তরাজ্য নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তী সরকারের নির্বাচনী প্রচেষ্টাকে সাধুবাদ জানায়। নাগরিকদের মধ্যে ভোট নিয়ে সচেতনতা তৈরির বিভিন্ন প্রকল্পে যুক্তরাজ্য আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করছে। বিশেষ করে দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠী এবং পোলিং কর্মীদের প্রশিক্ষণের বিষয়েও সহায়তা দেওয়া হচ্ছে।’’
তবে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন প্রসঙ্গে জানতে চাইলে হাইকমিশনার সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি শুধু বলেন, ‘‘আমি অন্য কোনো বিষয়ে কথা বলব না। যেমনটা বলেছি, যুক্তরাজ্য অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচনকে সমর্থন করছে।’’ পুনরায় অন্তর্ভুক্তিমূলক নির্বাচন প্রসঙ্গে প্রশ্ন করা হলে হাইকমিশনার কোনো উত্তর না দিয়ে স্থান ত্যাগ করেন।
Advertisement
এর আগে চলতি বছরের ১০ মার্চ সিইসির সঙ্গে বৈঠকে ‘অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন’ চেয়েছিল যুক্তরাজ্য। এছাড়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরেও একই ধরনের প্রত্যাশার কথা জানিয়েছিল দেশটি।