ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (ভিডিও),চাঁদপুরের মতলব উত্তর প্রতিনিধি, শনিবার ২৭ সেপ্টেম্বর ২০২৫ || আশ্বিন ১২ ১৪৩২ :
চাঁদপুরের মতলব উত্তরে খেলনা ভেবে গ্রেনেড নিয়ে খেলছিল এক শিশু। বিষয়টি স্থানীয়দের নজরে আসায় ৯৯৯ এ কল করা হয়। এরপর অবিস্ফোরিত গ্রেনেডটি উদ্ধার করে সেনাবাহিনী ও পুলিশ।
Advertisement
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ফরাজিকান্দির বালুচর এলাকায় স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে গ্রেনেডটি উদ্ধার করা হয়। পরে সেটি নিরাপদ স্থানে সংরক্ষণ করা হয়। আগামীকাল রোববার (২৮ সেপ্টেম্বর) সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট গ্রেনেডটি বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করবে। এমন তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
Advertisement
প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫
স্থানীয়রা জানান, দুপুরে এক শিশু নদীর পাড় থেকে গ্রেনেডটি পেয়ে সারাদিন সেটি নিয়ে খেলা করে। বিষয়টি স্থানীয়দের নজরে আসার পর তারা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেন। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে গ্রেনেডটি উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীরা ধারণা করছেন, গ্রেনেডটি অনেক পুরোনো।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, ‘খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে যায়। সেনা সদস্যরা এসে গ্রেনেডটি উদ্ধার করে নিরাপদ স্থানে নেন। আগামীকাল রোববার সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট এসে গ্রেনেডটি নিষ্ক্রিয় করবে।’
Advertisement
চাঁদপুরে দায়িত্বরত সেনাবাহিনীর অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান বলেন, ‘খবর পেয়ে সেনা সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গ্রেনেড উদ্ধার করেছে। ইতোমধ্যে বোম ডিসপোজাল ইউনিটকে জানানো হয়েছে। আগামীকাল রোববার গ্রেনেডটি বিস্ফোরণ ঘটিয়ে নিরাপদে নিষ্ক্রিয় করা হবে।’

চাঁদপুরের মতলব উত্তরে ৯৯৯ এ কল পেয়ে একটি গ্রেনেড উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ। ছবি:ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম