
জিনাতের মা পরভিন বিবি কখনই মেয়ের সঙ্গে তার সহপাঠী হাসান খানের সম্পর্ক মেনে নেননি। পরিবারের অন্য সদস্যরাও এই সম্পর্ক মানতে রাজি ছিলেন না। জিনাতের বিয়েরও চেষ্টা করে তার পরিবারের লোক। কিন্তু পরিবারের অমতে গিয়ে জিনাত হাসানের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করেন। এরপরই নতুন ছক কষতে শুরু করেন পরভিন বিবি। বাড়ি ফিরতেই পরভিন ও তার ছেলে জিনাতের হাত বেঁধে রেখে তাকে মারতে শুরু করেন। তারপর জিনাতকে বিছানার সঙ্গে বেঁধে গায়ে কেরোসিন ঢেলে, জ্যান্তু জ্বালিয়ে দেন পরভিন বিবি।
মেয়েকে পুড়িয়ে মেরে, বাড়ির বাইরে এসে পরভিন বলতে থাকেন, মেয়েকে উচিৎ শিক্ষা দিয়েছি, পরিবারের নাম নষ্ট করায়। পুলিশ এসে পরে পরভিন এবং জিনাতের ভাই আনিসকে গ্রেফতার করলেও, তাদের মধ্যে কোনও অনুশোচনা দেখা যায়নি। গত সোমবার পাকিস্তানের আদালত পরভিনকে ফাঁসির নির্দেশ দিয়েছে ও তার ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে।