ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিশেষ প্রতিনিধি,রোববার ৩১ আগস্ট ২০২৫ || ভাদ্র ১৬ ১৪৩২ :
চাকরিকালে ঘুষ-দুর্নীতির মাধ্যমে এন্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি গাজী মো. মোজাম্মেল হক ও তার স্ত্রী ফারজানা মোজাম্মেলের বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের প্রাথমিক সত্যতা খুঁজে পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
Advertisement
দুদক জানায়, গাজী মোজাম্মেল হকের জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ১১ কোটি ৬৮ লাখ ৯৪ হাজার ৬৯ টাকার সম্পদ রয়েছে। এবং তার স্ত্রী ফারজানার অবৈধ সম্পদ রয়েছে। দুদকের প্রাথমিক অনুসন্ধানে মোজাম্মেল দম্পতির বিরুদ্ধে চাঞ্চল্যকর এই তথ্য মিলেছে। বিষয়টি খতিয়ে দেখতে মোজাম্মেল দম্পতিকে সম্পদ বিবরণীর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে তাদের সম্পদের হিসাব দিতে হবে।
রবিবার (৩১ আগস্ট) দুদকের মহাপরিচালক আক্তার হোসেন এ তথ্য জানান।
দুদক জানায়, গাজী মোজাম্মেল হক ১৭তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বাংলাদেশ পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার হিসেবে ১৯৯৮ সালে চাকরিতে যোগ দেন। পরবর্তীতে বিভিন্ন সময়ে পদোন্নতি প্রাপ্ত হয়ে বর্তমানে অতিরিক্ত ডিআইজি পদে এন্টি টেররিজম ইউনিটে কর্মরত আছেন।
অনুসন্ধানকালে রেকর্ডপত্র পর্যালোচনা করে গাজী মো. মোজাম্মেল হকের নামে অর্জিত সম্পদ, পারিবারিক ও অন্যান্য খরচ এবং গ্রহণযোগ্য ও বৈধ আয়ের পরিমাণ খতিয়ে দেখে দুদক। তার নামে ২২ কোটি ৯৬ লাখ ৪১ হাজার ৯৭৫ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। একই সময়ে তিনি ৪ কোটি ৫২ লাখ ৭০ হাজার ৪০৭ টাকার পারিবারিক ব্যয়সহ অন্যান্য ব্যয় করেছেন। ব্যয়সহ তার মোট অর্জিত সম্পদের পরিমাণ ২৭ কোটি ৪৯ লাখ ১২ হাজার ৩৮২ টাকা। উক্ত সম্পদ অর্জনের বিপরীতে তার বৈধ ও গ্রহণযোগ্য আয়ের উৎস পাওয়া যায় ১৫ কোটি ৮০ লাখ ১৮ হাজার ৩১৩ টাকা। এ ক্ষেত্রে তার নামে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদের পরিমাণ ১১ কোটি ৬৮ লাখ ৯৪ হাজার ৬৯ টাকা।
Advertisement
অন্যদিকে তার স্ত্রী ফারজানা মোজাম্মেলের রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায় তিনি আয়কর দাতা। তার নামে ৫ কোটি ৫৮ লাখ ১৮ হাজার ২৬ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। একই সময়ে তিনি ২ কোটি ৭৩ লাখ ১৫ হাজার ৮৬৯ টাকার পারিবারিক ব্যয়সহ অন্যান্য ব্যয় করেছেন। ব্যয়সহ তার মোট অর্জিত সম্পদের পরিমাণ ৮ কোটি ৩১ লাখ ৩৩ হাজার ৮৮৯ টাকা। উক্ত সম্পদ অর্জনের বিপরীতে তার বৈধ ও গ্রহণযোগ্য আয়ের উৎস পাওয়া যায় ৫ কোটি ৪৫ লাখ ৯০ হাজার ৯০৩ টাকা। এ ক্ষেত্রে তার নামে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদের পরিমাণ ২ কোটি ৮৫ লাখ ৪২ হাজার ৯৮৫ টাকা।
আরও অধিকতর অনুসন্ধানের জন্য মোজাম্মেল দম্পতিকে সম্পদের হিসাব বিবরণী দাখিলের নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেয় দুদক।
গাজী মোজাম্মেল হক