ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আইন আদালত প্রতিনিধি, বুধবার ০৯ জুলাই ২০২৫ || আষাঢ় ২৫ ১৪৩২ :
ব্রাহ্মণবাড়িয়ার আলোচিত ময়না হত্যা মামলায় দুই আসামির মোট পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। মঙ্গলবার (০৯ জুলাই ২০২৫) দুপুরে এ রিমান্ডের আদেশ দেন আদালত।
Advertisement
মামলার ১ নম্বর আসামি হাবেলী পাড়া জামে মসজিদের ইমাম মোঃ হামিদুল ইসলামকে তিন দিনের এবং ২ নম্বর আসামি মুয়াজ্জিন মোঃ সাইদুল ইসলামকে দুই দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেন বিচারক।
Advertisement
এদিন রিমান্ড শুনানিকালে বাদীপক্ষের পক্ষে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু। তিনি আদালতের কাছে আসামিদের জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে রিমান্ড মঞ্জুরের আবেদন জানান।
Advertisement
https://www.facebook.com/share/p/1NT3RTcPAN
প্রসঙ্গত, সম্প্রতি সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হাবেলী পাড়া এলাকায় ঘটে যাওয়া নির্মম এই হত্যাকাণ্ড এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে। পুলিশ ইতোমধ্যেই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে উক্ত দুই ধর্মীয় ব্যক্তিকে গ্রেফতার করেছে।
মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং রিমান্ডে থাকা অবস্থায় আসামিদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশাবাদ ব্যক্ত করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ময়না আক্তার ছবি-ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি)