গণভবন জয় করেছি, সংসদও জয় করব: নাহিদ ইসলাম (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),রাজশাহী প্রতিনিধি, সোমবার   ০৭ জুলাই ২০২৫ ||  আষাঢ় ২৩ ১৪৩২ :

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণভবন জয় করেছি। এবার সংসদও জয় করব। রবিবার (৬ জুলাই) সন্ধ্যায় রাজশাহীতে জুলাই পথযাত্রা শেষে নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

Advertisement

 

নাহিদ ইসলাম বলেন, ‘‘৫ আগস্ট ২০২৪-এ আমাদের লক্ষ্য ছিল, ফ্যাসিবাদের পতন। এবার আমাদের লক্ষ্য বাংলাদেশের পুনর্গঠন। ৫ আগস্ট আমাদের লক্ষ্য ছিল, গণভবন। এবার আমাদের লক্ষ্য, জাতীয় সংসদ ভবন। আমরা গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব। কিন্তু, তার আগে কথা আছে। নির্বাচনের আগে অবশ্যই সংস্কার ও বিচারের সুরাহা হতে হবে।’’

তিনি বলেন, ‘‘আমরা গণহত্যাকারী খুনি হাসিনার বিচার দেখতে চাই। সংস্কার দেখতে চাই এবং নতুন সংবিধান দেখতে চাই। এই প্রজন্ম বাংলাদেশের জনগণের কাছে প্রতিশ্রুতি দিচ্ছে যে, দেশের মানুষকে একটি নতুন গণতান্ত্রিক সংবিধান উপহার দেবে; যে সংবিধান দেশের মানুষের অধিকার নিশ্চিত করবে। ইনসাফ নিশ্চিত করবে। বাংলাদেশ থেকে এই স্বৈরতন্ত্র এবং পরিবারতন্ত্রের অবসান ঘটাতে হবে।’’

Advertisement

সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে নাহিদ বলেন, ‘‘আপনারা প্রস্তুত হন। ৩ আগস্ট শহীদ মিনারে দেখা হবে। আমরা জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র আদায় করে ছাড়ব। যারা বলে, জুলাই কেবল আবেগের বিষয়; জুলাইকে কোনো সাংবিধানিক ভিত্তি দেওয়ার দরকার নেই। তাদেরকে দেখিয়ে দিতে হবে, বাংলাদেশের জনগণ আবারো মুজিববাদ ও মুজিববাদী সংবিধানের বিরুদ্ধে একত্রিত হবে। যারা জুলাইকে সংবিধানে জায়গা দিতে চায় না, কোনো আইনি কাঠামোতে জায়গা দিতে চায় না। তারা মুজিববাদের রাস্তা তৈরি করতে চায়। তারা মুজিববাদের নতুন পাহারাদার হিসেবে নিজেদের ঘোষণা দিয়েছে। তাদের বিরুদ্ধে অবশ্যই আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে।’’

Advertisement

https://www.facebook.com/share/p/1NT3RTcPAN

 

এ সময় এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব আখতার হোসাইন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা প্রমুখ উপস্থিত ছিলেন।