মাদক চোরাচালান সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় নিহত ১ (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),কুষ্টিয়ার দৌলতপুর প্রতিনিধি, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫ ||  আষাঢ় ১৭ ১৪৩২ :

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে মাদক চোরাচালান সংক্রান্ত বিবদমান দ্বন্দের জেরে প্রতিপক্ষের হামলায় ১ জন নিহত ও ১জন আহত হয়েছে। শুক্রবার রাতে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ঠোটারপাড়া মাঠে এই হামলায় নিহত যুবক মোহন আলী (২৫) উপজেলার জামালপুর গ্রামের বাসিন্দা মৃত: মদন মন্ডলের ছেলে। একই ঘটনায় আহত হৃদয় (২৪) একই গ্রামের মনসুর আলীর ছেলে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে হৃদয়, মোহন ও জনি ভারত সীমান্তবর্তী রামকৃষ্ণপুর থেকে মোটরসাইকেল যোগে নিজ গ্রাম জামালপুরে ফেরার পথে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা প্রতিপক্ষ ছোটন ও সোহেলের নেতৃত্বে ৪-৫ জনের একটি গ্রুপ তাদের মোটরসাইকেলের গতিরোধ করে ধারালো অস্ত্রসহ তাদের ওপর হামলায় চালায়। এসময় ধারাল অস্ত্রের উপর্যুপরি আঘাতে মোহন ও হৃদয় গুরুতর রক্তাক্ত জখম হয়ে মাটিতে পড়ে যায়, পরিস্থিতি বেগতিক দেখে জনিসহ অন্যরা দৌড়ে পালিয়ে যায়। পরে আহত হৃদয় ও মোহনকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে অবস্থার অবনতি হওয়ায় আহত মোহনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সারে ১২টার দিকে মোহনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

Advertisement

ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা ঘটনাস্থল সংলগ্ন বিজিবি সীমান্ত ক্যাম্প
তথ্যসূত্রের বরাত দিয়ে জানান, ‘মাদক চোরাচালান সংক্রান্ত বিষয়ে দু’পক্ষের মধ্যে বিবদমান দ্বন্দের জেরে প্রতিপক্ষের হামলায় ধারালো

Advertisement

https://www.facebook.com/share/p/1NT3RTcPAN

অস্ত্রের আঘাতে গুরুতর আহত মোহন আলী নামে একজন নিহত এবং অপর যুবক হৃদয় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। সংবাদ পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন। একই সাথে ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ। তবে, এঘটনায় এখনও কেউ কোন অভিযোগ নিয়ে থানায় আসেনি বলে জানান ওসি।