ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আন্তর্জাতিক প্রতিনিধি,বুধবার ২৫ জুন ২০২৫ || আষাঢ় ১১ ১৪৩২ :
মার্কিন সংবাদমাধ্যমের দাবি ছিল, ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন ইরানের বিপ্লবী গার্ডের এলিট শাখা কুদস ফোর্সের কমান্ডার জেনারেল ঈসমাইল কানি। তবে মঙ্গলবার (২৫ জুন) তাকে দেখা গেছে ইরানে সাধারণ মানুষের মাঝে হাস্যোজ্জ্বলভাবে কথা বলতে। এই দৃশ্য স্পষ্টভাবে প্রমাণ করে, তিনি জীবিত এবং সক্রিয় রয়েছেন।
Advertisement
মঙ্গলবার ইরানের একটি সরকারপন্থি সমাবেশে জেনারেল কানি উপস্থিত হয়ে জনগণের সঙ্গে কথা বলেন এবং হাসিমুখে সময় কাটান। অথচ এর আগে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস দাবি করেছিল, ইরান-ইসরায়েল যুদ্ধ চলাকালে ইসরায়েলি হামলায় কানি নিহত হয়েছেন। তবে ইসরায়েলি সেনাবাহিনী এমন কোনো দাবি করেনি। কানি জীবিত রয়েছেন—এটি এখন ছবি ও ভিডিওসহ দৃশ্যমান, ফলে মৃত্যুর গুজব ভেঙে পড়েছে।
ইরানের ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর কুদস ফোর্স মূলত ইরানের বাইরের সশস্ত্র কার্যক্রম পরিচালনা করে থাকে। এই বাহিনী হামাস, হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সহায়তা দিয়ে থাকে।
Advertisement
এর নেতৃত্বে রয়েছেন জেনারেল ঈসমাইল কানি, যিনি ২০২০ সালে মার্কিন ড্রোন হামলায় কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর থেকে এই পদে অধিষ্ঠিত।
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস দাবি করেছিল, ইরান-ইসরায়েল সাম্প্রতিক সংঘাতের সময় কানি নিহত হয়েছেন। যদিও তারা তথ্যসূত্র প্রকাশ করেনি এবং ইসরায়েলও আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু বলেনি। এরপর মঙ্গলবার তাকে জনসমক্ষে দেখা যাওয়ায় স্পষ্ট হলো যে এই খবরটি ছিল ভুল বা উদ্দেশ্যপ্রণোদিত।
Advertisement
https://www.facebook.com/share/p/1NT3RTcPAN/
এটাই প্রথমবার নয়, এর আগেও ২০২৩ সালের অক্টোবরে কানি সম্পর্কে এমন গুজব ছড়িয়েছিল। লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর সাবেক প্রধান হাসিম সাইফুদ্দিন নিহত হন। সে সময় বলা হয়েছিল, কানি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং তিনিও নিহত হয়েছেন। তবে পরে সেটিও ভুল প্রমাণিত হয়। তথ্যসূত্র : টাইমস অব ইসরায়েল