
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),মো. ইব্রাহীম খলিল মোল্লা, মেঘনা (কুমিল্লা) থেকে, মঙ্গলবার ১৭ জুন ২০২৫ || আষাঢ় ৩ ১৪৩২ :
অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও বিক্রি এবং ওজনে কারচুপির অভিযোগে কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর বাজারের ‘হাসি-খুশি মিষ্টান্ন ভাণ্ডার’কে দুই হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
Advertisement

মঙ্গলবার (১৭ জুন) বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার শারমীন। অভিযানে তাকে সহায়তা করেন মেঘনা থানা পুলিশের একটি টিম।
Advertisement

অভিযানের সময় দেখা যায়, দোকানটিতে মিষ্টি তৈরির ন্যূনতম স্বাস্থ্যবিধিও মানা হচ্ছে না। মিষ্টি রাখা হয়েছে খোলা অবস্থায়, উৎপাদন ও পরিবেশনের জায়গা অপরিচ্ছন্ন ও নোংরা। সবচেয়ে উদ্বেগজনক বিষয়, বিক্রয়ের সময় প্রতিনিয়ত ওজনে কারচুপি করা হচ্ছে। ভোক্তা অধিকারকে চরমভাবে অবহেলা করায় প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৬ ধারা অনুযায়ী এ জরিমানা করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার শারমীন সময়ের কণ্ঠস্বরকে বলেন, ‘অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও ওজনে কারচুপি-দুইটিই গুরুতর অপরাধ। এসব অনিয়ম ভোক্তার স্বাস্থ্য ও অধিকারকে হুমকির মুখে ফেলে। আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি, জনস্বার্থে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।’


