ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আন্তর্জাতিক প্রতিনিধি, মঙ্গলবার ১৭ জুন ২০২৫ || আষাঢ় ৩ ১৪৩২ :
ইসরায়েলি সেনা কেন্দ্র ও মোসাদের কার্যালয়ে হামলা চালিয়েছে ইরান। হামলায় সফলভাবে ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলে জানিয়েছে দেশটির বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)। মঙ্গলবার (১৭ জুন) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, তারা হার্জিলিয়ার গোয়েন্দা ভবন, মোসাদ এবং আমান সামরিক গোয়েন্দা সংস্থাগুলোকে লক্ষ্যবস্তু করেছে। এসব স্থাপনায় আঘাতও হেনেছে তাদের ক্ষেপণাস্ত্র।
এর আগে ইসরায়েলি প্রতিবেদনে বলা হয়, কেন্দ্রীয় উপকূলীয় শহর হার্জলিয়ায় একটি সংবেদনশীল স্থানকে লক্ষ্য করে চালানো হয় ক্ষেপণাস্ত্র হামলা। অঞ্চলটিতে বাসে আগুন লাগার দৃশ্য দেখার পাশাপাশি বৃহত্তর তেল আবিব অঞ্চলে এবং হার্জিলিয়াতেও সরাসরি আঘাতের খবর পাওয়া গেছে বলে জানিয়েছে আল জাজিরার প্রতিবেদক।
এদিকে হার্জিলিয়ার ছবি ও ভিডিও সংবেদনশীল হওয়ায় এগুলো প্রকাশ নিষিদ্ধ করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের পক্ষ থেকে ইরানের দাবির কোনো উত্তরও দেওয়া হয়নি। তাই তথ্য যাচাই করা কঠিন হয়ে পড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে সংবাদমাধ্যমটি।
Advertisement

ইসরায়েলে, ইরান থেকে নিক্ষেপ করা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের শেষ আঘাতে আশ্রয়কেন্দ্রে পৌঁছানোর চেষ্টা করার সময় পাঁচজন আহত হওয়ার খবরও পাওয়া গেছে।



