ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আন্তর্জাতিক প্রতিনিধি, রোববার ১৫ জুন ২০২৫ || আষাঢ় ১ ১৪৩২ :
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, যদি তার দেশের উপর ইসরায়েলি আক্রমণ বন্ধ হয়, তাহলে ‘আমাদের প্রতিক্রিয়াও বন্ধ হবে।’
Advertisement

রবিবার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেছেন।
শুক্রবার ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে এটি আরাঘচির প্রথম প্রকাশ্য উপস্থিতি।
আরাঘচি বলেন, “যদি আগ্রাসন বন্ধ হয়, তাহলে আমাদের প্রতিক্রিয়াও বন্ধ হবে।”
ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আরাঘচি জানিয়েছেন, ইরান চায় না এই সংঘাত প্রতিবেশী দেশগুলোতে ছড়িয়ে পড়ুক।
তিনি বলেন, “পারস্য উপসাগরে সংঘাত টেনে আনা একটি কৌশলগত ভুল এবং এর লক্ষ্য হল যুদ্ধকে ইরানের ভূখণ্ডের বাইরে টেনে আনা।
তিনি ইসরায়েলকে চলমান ইরান-মার্কিন পারমাণবিক আলোচনাকে নষ্ট করার চেষ্টা করার অভিযোগে অভিযুক্ত করেছেন।
Advertisement

ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, “মার্কিন সবুজ সংকেত এবং সমর্থন ছাড়া ইসরায়েলের আক্রমণ কখনো ঘটত না।”


