ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম(টিভি),বিনোদন প্রতিনিধি, বুধবার ০৭ মে ২০২৫ || বৈশাখ ২৪ ১৪৩২ :
ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকারের বিরুদ্ধে মারধরসহ ধর্ষণের হুমকির অভিযোগ তুলেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা। গতকাল মঙ্গলবার বিকেলে একটি বেসরকারি টিভি চ্যানেলে উপস্থিত হয়ে তিনি এসব অভিযোগ করেন। এরপর রাত ৯টায় এক সংবাদ সম্মেলনে অভিনেত্রীর অভিযোগ নিয়ে কথা বলেন শামীম হাসান। তার দাবি, প্রিয়াঙ্কার সব অভিযোগ মিথ্যা।
প্রিয়াঙ্কার অভিযোগ, নানা অকথ্য ভাষায় হুমকি দিতেন শামীম। তার গায়েও নাকি হাত তুলতেন অভিনেতা। শুধু তাই নয়, মাদক গ্রহণ করে অভিনেত্রীর সঙ্গে বাজে আচরণ করতেন বলেও অভিযোগ আনেন।
প্রিয়াঙ্কার কথায়, ‘অভিনেতা শামীম হাসান সরকার একটা সিন চলাকালীন আমার সঙ্গে খুবই বাজে আচরণ করেছেন। আমার গায়ে হাত তুলতো। প্রকাশ্যে ধর্ষণের হুমকি দিত। একটান গাঁজা খেয়ে আবার সিন করত।’
Advertisement
অভিনেত্রীর এসব অভিযোগের মিথ্যা দাবি করে শামীম হাসান বলেন, ‘মাদক সেবনের অভিযোগ খুব গুরুতর। আমাদের শুটিং হাউজের সব জায়গায় সিসি ক্যামেরা আছে আপনারা চাইলে আমি সেগুলো আপনাদের দিতে পারি। যদি কেউ প্রমাণ করতে পারে আমি মিডিয়া ছেড়ে দেব।’
অভিনেত্রীর গায়ে হাত তোলার বিষয়ে তিনি বলেন, ‘আমার অভিনয় জীবনের ১০ বছর চলছে। এ জীবনে আমি কারও ওপর হাত তুলিনি। যিনি আমার বিরুদ্ধে এমন অভিযোগ দিলেন তিনি একটি নাটকের লটে আমার সঙ্গে আগেও কাজ করেছেন। আমাদের মধ্যে কোনো শত্রুতা নেই। গত পরশুদিন থেকে ওই নাটকের নতুন লটের শুটিং শুরু হয়েছে। তিনি সেটে এসেই রিলস ও টিকটক নিয়েই ব্যস্ত হয়ে পড়েন। এ সময় আমি অনেকটা রাগ করেই বলেছি, যদি রিলস বানাতেই হয় তাহলে বাইরে গিয়ে কর, শুটিং সেটে এসব চলবে না- শুধু এটুকুই।’
Advertisement
অভিনেতা আরও বলেন, ‘একটা মিথ্যা অভিযোগ যেহেতু উঠেছে আমাকে তো ব্যবস্থা নিতেই হবে। এমন মিথ্যাকে আমি কখনও ছেড়ে দেব না। আগে আমার পরিবার শিল্পী ও সংগঠনের সঙ্গে কথা বলব, যদি তারা আইনি ব্যবস্থা নিতে বলেন তাহলে সেটাই হবে।’
শামীম হাসান সরকার ইনসেটে প্রিয়াঙ্কা