যুক্তরাষ্ট্র বা ইসরায়েল আক্রমণ করলে পাল্টা হামলা চালানো হবে: ইরান

SHARE

ছবি সংগৃহীত

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম(টিভি),আন্তর্জাতিক প্রতিনিধি, সোমবার   ০৫ মে ২০২৫ ||  বৈশাখ ২২ ১৪৩২ : 

পরমাণু ইস্যুতে ইরানের সঙ্গে উত্তেজনা চলছে যুক্তরাষ্ট্রের। এমনকি পরমাণু চুক্তি না করলে দেশটিতে সরাসরি হামলার হুমকিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অনেকটা একই ধরনের হুমকি আছে ইসরায়েলের পক্ষ থেকেও।

Advertisement

এমন অবস্থায় হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান। দেশটি বলেছে, আমেরিকা বা ইসরায়েল (ইরান) আক্রমণ করলে পাল্টা হামলা চালানো হবে। ইরান প্রতিবেশী দেশগুলোর প্রতি কোনও বৈরিতা পোষণ করে না বলেও জানিয়েছে তেহরান।

সোমবার (৫ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

বার্তাসংস্থাটি বলছে, ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ রোববার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যদি যুক্তরাষ্ট্র বা ইসরায়েল ইরানের ওপর হামলা চালায়, তাহলে তেহরান তাদের স্বার্থ, ঘাঁটি ও বাহিনীকে যেকোনো সময় ও যেকোনো স্থানে লক্ষ্যবস্তুতে পরিণত করবে।

Advertisement

ইরানের পক্ষ থেকে এই মন্তব্য এমন এক সময়ে সামনে এলো যখন ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়নের কাছে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং আর এই হামলার প্রতিশোধের হুমকি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

নাসিরজাদেহ বলেন, হুথিরা স্বাধীনভাবে কাজ করে এবং ইরানের নির্দেশে নয়।

তিনি আরও জানান, ইরান প্রতিবেশী দেশগুলোর প্রতি কোনও বৈরিতা পোষণ করে না, তবে যদি (ইরানে) হামলা হয়, তাহলে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক ঘাঁটিগুলো তেহরানের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে।

Advertisement

এদিকে “কাসেম বাসির” নামে ইরান তাদের নতুন একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে, যার রেঞ্জ বা পরিসর ১২০০ কিলোমিটার। এই ক্ষেপণাস্ত্র উন্নত নির্দেশনা ও গতিশীলতার মাধ্যমে প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে যেতে সক্ষম এবং জিপিএস ছাড়াই নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।