ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম(টিভি),কক্সবাজার প্রতিনিধি, রোববার ০৪ মে ২০২৫ || বৈশাখ ২১ ১৪৩২ :
কক্সবাজার সমুদ্র সৈকতে উড়োজাহাজ লক্ষ্য করে ফুটবল নিক্ষেপের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
শুক্রবার (৩ মে) ফেসবুকে ১৪ সেকেন্ডের ভিডিওটি ভাইরাল হয়।
ভিডিওতে দেখা গেছে, সমুদ্র সৈকত থেকে এক তরুণ পা দিয়ে একটি ফুটবল উড়োজাহাজের দিকে ছুড়ে মারেন। আশপাশে আরো কয়েকজন তরুণ রয়েছেন। ফুটবলকে অনুসরণ করে ক্যামেরাটি। ভিডিওটি দেখে মনে হচ্ছিল, বলটি উড়োজাহাজের অবস্থান থেকে আরো ওপরে উঠে গেছে এবং পরে নিচে পড়ে যায়। ভিডিওটি কক্সবাজারের সুগন্ধা সমুদ্র সৈকতের উত্তর পাশে সিগাল পয়েন্টে ধারণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছ
Advertisement
এ বিষয়ে কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মোর্তজা গণমাধ্যমকে বলেন, “উড়োজাহাজ সাধারণত বিমানবন্দর দিয়ে উড্ডয়নের সময় সমুদ্র সৈকতের প্রায় এক হাজার ৪০০ মিটার ওপর দিয়ে যায়। অবতরণের সময় প্রায় এক হাজার মিটার উচ্চতায় থাকে। সেক্ষেত্রে বালুচর থেকে ছুড়ে মারা কোনো ফুটবল উড়োজাহাজের কাছে পৌঁছানোর সুযোগ নেই।”
Advertisement
গোলাম মোর্তজা আরো বলেন, “উড়োজাহাজ চলাচলের ক্ষেত্রে সমুদ্র সৈকত এলাকায় ড্রোন ওড়ানো ও আকাশে আতশবাজি নিক্ষেপসহ বিভিন্ন কার্যক্রম নিষিদ্ধ। উড়ন্ত উড়োজাহাজ লক্ষ্য করে ফুটবল ছুড়ে মারা বা অন্য কোনো কিছু নিক্ষেপ করার বিষয়ে সবার সতর্ক থাকা উচিত।”
কক্সবাজার সমুদ্র সৈকতে উড়ন্ত উড়োজাহাজের পাশে তরুণের নিক্ষেপ করা ফুটবল। ছবি: ভিডিও থেকে নেওয়া