চাচাতো ভাইকে হত্যার ঘটনায় গ্রেফতার শাওন

SHARE

রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করা হয় শাওনকে। ছবি:ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম(টিভি)

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম(টিভি),ব্রাহ্মণবাড়িয়ার কসবা প্রতিনিধি, শুক্রবার   ০২ মে ২০২৫ ||  বৈশাখ ১৯ ১৪৩২ :

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উঠানে ধান শুকানোকে কেন্দ্র করে চাচাত ভাই সুজন ফকিরকে (৩২) ছুরিকাঘাতে হত্যার ঘটনায় শাওন ফকিরকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

শুক্রবার (২ মে) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকার উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতার শাওন ফকির (২৫) কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের জাজিয়া গ্রামে লিটন ফকিরের ছেলে।
 
ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রিপন দাস বলেন, শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঢাকার উত্তরা থেকে শাওন ফকিরকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা থেকে তাকে ব্রাহ্মণবাড়িয়ায় আনা হচ্ছে।
 

Advertisement

 
উল্লেখ্য, বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে নয়টার দিকে কসবা উপজেলার জাজিয়া গ্রামের সুজন ফকিরের সাথে তার চাচাতো ভাই শাওন ফকিরের বাড়ির উঠানে কে আগে ধান শুকাবে এনিয়ে বাগবিতন্ডা হয়। এক পর্যায়ে শাওন ফকির উত্তেজিত হয়ে ঘরে থাকা ধারালো অস্ত্র (ছুরি) এনে সুজন ফকিরকে আঘাত করেন। এতে ঘটনা স্থলেই সুজন ফকিরের মৃত্যু হয়।
 
ঘটনায়র পর পুলিশ ঘটনা স্থলে পৌঁছে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্যে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠায়।
 

Advertisement

 
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জানান, ‘এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে শাওন ফকির প্রধান আসামি করে একটি  মামলা দায়ের করা হয়েছে।’
রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করা হয় শাওনকে। ছবি: ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম(টিভি)