বন্ধুর ডাকে মারামারি করতে গিয়ে পারভেজকে হত্যা করেছেন মেহেরাজ: র‌্যাব (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় প্রতিনিধি,বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১১ ১৪৩২  :

বন্ধুর ডাকে মারামারি করতে গিয়ে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে হত্যা করেছেন বলে জানিয়েছেন মেহেরাজ।  পারভেজ হত‍্যা মামলার ১ নম্বর আসামি মেহেরাজকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তিনি এমন তথ্য দিয়েছেন বলে জানিয়েছে র‌্যাব।

Advertisement

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সংবাদ সম্মেলনে র‍্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জাহিদুল করিম জানান, গাইবান্ধা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি মামলার প্রধান আসামি। বান্ধবী ফোন করায় বন্ধু-বান্ধব নিয়ে পারভেজকে শিক্ষা দেয়ার উদ্দেশ্য ছিলো তার, তবে মারামারির একপর্যায়ে নিহত হন পারভেজ। পরে পুলিশ থেকে বাঁচতে গা ঢাকা দেয় মেহেরাজ।

Advertisement

গত শনিবার দিবাগত রাতে নিহত জাহিদুল ইসলাম পারভেজের মামাতো ভাই হুমায়ুন কবীর বাদী হয়ে বনানী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বহিরাগতসহ ৮ জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাত আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়।

এর আগে শনিবার বিকেলে রাজধানীর বনানীতে বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে হামলায় নিহত হন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ। তার বাড়ি ময়মনসিংহের ভালুকায়।

Advertisement

প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যালায়েন্স অব বাংলাদেশের ফেসবুক পোস্টে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ‘সন্ত্রাসী হামলায়’ পারভেজ হত্যাকাণ্ডের ঘটনায় দায়ীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। ওই পোস্টে তার একটি ছবিও শেয়ার করা হয়।

বন্ধুর ডাকে মারামারি করতে গিয়ে একপর্যায়ে নিহত হন পারভেজ’। ছবি: সংগৃহীত