সাড়ে ৬ কোটি টাকার হেরোইন ও ১৩ লাখ টাকাসহ মাদককারবারি গ্রেফতার (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),রাজশাহীর গোদাগাড়ী  প্রতিনিধি,  বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১১ ১৪৩২  :

রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমাণ হেরোইন ও নগদ টাকাসহ শীর্ষ এক মাদককারবারিকে গ্রেফতার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার সকালে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা ইউনিটের একটি দল যৌথ বাহিনীর সহায়তায় গোদাগাড়ী পৌর এলাকার মাদারপুর ডিমভাঙ্গা মহল্লায় অভিযান চালিয়ে তারেক (৩৬) নামের ওই মাদককারবারিকে প্রথমে আটক করে।

Advertisement

 

পরে তিরিঙ্গা এলাকার তার খামারবাড়ি থেকে উদ্ধার করা হয় ৩৩ প্যাকেট হেরোইন, যার পরিমাণ সাড়ে ৬ কেজি। এই পরিমাণ হেরোইনের বাজারমূল্য প্রায় সাড়ে ৬ কোটি টাকা। অভিযানের সময় তার বাড়ি থেকে নগদ ১৩ লাখ টাকাও জব্দ করা হয়। তারেক ডিমভাঙ্গা এলাকার সাটারিং মিস্ত্রি রফিকুল ইসলামের ছেলে। গত কয়েক বছরে মাদক চোরাচালান করে তিনি শত কোটি টাকার মালিক হয়েছেন। এর আগে পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতারে কোনো অভিযান পরিচালনা করেনি।

 

রাজশাহী বিভাগীয় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা ইউনিটের উপ-পরিচালক জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। অভিযানের খবর পেয়ে তারেক সিন্ডিকেটের অন্য সদস্যরা গা-ঢাকা দিয়েছে বলে জানা গেছে।

 

এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের একজন কর্মকর্তা বাদী হয়ে গোদাগাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন। সেই সঙ্গে মাদক কারবারি তারেককে থানায় সোপর্দ করা হয়েছে।

 

এলাকাবাসী ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরের দিকে মাদক নিয়ন্ত্রণ দপ্তরের গোয়েন্দা ইউনিটের একটি দল যৌথবাহিনীর সহায়তায় গোদাগাড়ী পৌর এলাকার মাদারপুর ডিমভাঙ্গা এলাকার বাড়ি থেকে আটক করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী গোদাগাড়ী সদর ইউনিয়নের তিরিঙ্গা এলাকায় তারেকের খামারবাড়ি থেকে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করা হয়।

Advertisement

এলাকাবাসী জানান, তারেক ২০১৮ সালে তার বাবার সঙ্গে মিস্ত্রির জোগালি হিসেবে কাজ শুরু করেন। মজুরিতে না পোষালে গোদাগাড়ীর মহিষালবাড়িতে এক দোকানে কর্মচারী হয়ে কাজ করেন কিছুদিন। ২০১৮ সালে মাদক সিন্ডিকেট গড়ে তোলেন তারেক। তার সিন্ডিকেটের সদস্য সংখ্যা ২০ জনের বেশি। কেউ সীমান্ত পয়েন্ট থেকে হেরোইন বহনের কাজ করে, কেউবা গোপন স্থানে হেরোইন মজুত রাখে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হেরোইন বিক্রির কাজে নিয়োজিত রয়েছে ১০ জন। এভাবে বিশাল মাদক সাম্রাজ্য গড়ে তোলে তারেক।

 

মাদকের কারবার করে গোদাগাড়ী এলাকায় শত বিঘা জমির মালিক, রাজশাহী মহানগরীতে একাধিক প্লট ও ফ্ল্যাট এবং জায়গা কিনেছেন। গত বছর দুদক তারেককে সম্পদের হিসাব দাখিলের নোটিশ জারি করলে তিনি দুদক কর্মকর্তাদের সঙ্গে সমঝোতা করেন।

Advertisement

এলাকাবাসী আরও জানান, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর লোকজনকে প্রায়ই তার ডিমভাঙ্গার বাড়িতে দেখা গেছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরও ম্যানেজ করে চলতেন তারেক। বিভিন্ন দলের কর্মসূচিতে টাকা দিতেন। মাদক নিয়ন্ত্রণ দপ্তরের তালিকায় তারেক ছিল শীর্ষ একজন মাদককারবারি। তারেককে গ্রেফতারের বিষয়টি মঙ্গলবার গোদাগাড়ীতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

১৩ লাখ টাকাসহ মাদক কারবারি তারেক হোসেন গ্রেফতার। ছবি: ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি)