ইসিতে ‘আওয়ামী লিগ’ নামে নিবন্ধন চেয়ে নতুন দলের আবেদন (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি, মঙ্গলবার   ২৫ মার্চ ২০২৫ ||  চৈত্র ১২ ১৪৩১ :

লীগ বানান পরিবর্তন করে ‘আওয়ামী লিগ’ নামে নতুন একটি দলের জন্য নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করা হয়েছে। আবেদনকারীর নাম উজ্জ্বল রায়। নতুন এই দলটির প্রতীক চাওয়া হয়েছে নৌকা অথবা ইলিশ। আর আবেদনে সংগঠনটির অফিসের ঠিকানা দেওয়া হয়েছে ‘বঙ্গবন্ধু অ্যাভিনিউ’।

Advertisement

 

মঙ্গলবার (২৫ মার্চ) ইসির অতিরিক্ত সচিব কে. এম. আলী নেওয়াজ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, নতুন রাজনৈতিক দল নিবন্ধনের ক্ষেত্রে বিধিমালা বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হবে।

Advertisement

‘আওয়ামী লিগ’ নামে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন চেয়ে আবেদন করা উজ্জ্বল নিজেকে সংগঠনের সভাপতি দাবি করেন। আবেদনে বলা হয়, দলটি প্রতিষ্ঠা হয়েছে ২৪ মার্চ ২০২৫। এই দলের কমিটির মেয়াদ ২০ এপ্রিল শেষ হবে। তবে কোন বছরের ২০ এপ্রিল, তা উল্লেখ নেই। এমনকি কোনো দলীয় তহবিলের জন্য ব্যাংকের নাম ও ঠিকানাও বর্ণনা করা নেই। ব্যাংক হিসাব না দিলেও দলটি পরিচালনায় ‘ব্যক্তিগত তহবিল’ লেখা হয়।

Advertisement

আবেদনপত্রে আরো বলা আছে, উজ্জ্বল রায় দিনাজপুর-৫ আসন থেকে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়েছেন। তবে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৫ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী মোস্তাফিজুর রহমান ফিজার নির্বাচিত হন।

‘আওয়ামী লিগ’ নামে নতুন দলের নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশনে আবেদনের কপি।