
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আইন আদালত প্রতিনিধি,সোমবার ১৭ মার্চ ২০২৫ || চৈত্র ৪ ১৪৩১ :
ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন এলাকায় ১১ বছর আগে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের দায়ে আরশাদ (২২) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। এর পাশাপাশি তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরো এক বছর বিনাশ্রম কারাভোগ করতে হবে।
Advertisement

আসামির স্থাবর/অস্থাবর সম্পত্তি বিক্রি করে জরিমানার টাকা আদায় করে ভুক্তভোগী ও তার পরিবারকে দেওয়ার জন্য ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
সোমবার (১৭ মার্চ) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সি মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর এরশাদ আলম (জর্জ) এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, রায় ঘোষণা সময় আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়েছে। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।
Advertisement

দণ্ডিত আরশাদ দক্ষিণ কেরানীগঞ্জ থানার আব্দুল্লাহপুর করেরগাঁও গ্রামের আব্বাসের ছেলে।
Advertisement

সংশ্লিষ্ট থানার উপ-পরিদর্শক মো. হামিদুল ইসলাম মামলা তদন্ত করে একই বছরের ১৬ নভেম্বর আরশাদকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। এর পর তার বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরু করা হয়। মামলার বিচার চলাকালে আদালত ১০ জনের সাক্ষ্য গ্রহণ করেন।



