নরবলির ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ছবি: এএনআই
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ভারতের গুজরাট প্রতিনিধি,মঙ্গলবার ১১ মার্চ ২০২৫ || ফাল্গুন ২৬ ১৪৩১ :
ভারতের গুজরাটে ৫ বছর বয়সি এক মেয়ে শিশুকে অপরণের পর নরবলি দিয়ে মন্দিরে রক্ত উৎসর্গের অভিযোগে লালা তাদভি নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
Advertisement
স্থানীয় সময় সোমবার (১০ মার্চ) রাজ্যের ছোটোদেপুর জেলার পানেজ গ্রামে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
প্রতিবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে যে নরবলির জন্য ৫ বছর বয়সি ওই শিশুটিকে অপহরণ করে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়। তারপর তার বাড়ির কাছে একটি মন্দিরে সেই রক্ত উৎসর্গ করেন। মন্দিরের সিঁড়িতে রক্ত দেখে পুলিশকে খবর দেন গ্রামবাসীরা। এরপর মন্দির থেকে কিছুটা দূরে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। মন্দিরের কাছেই রক্তমাখা অস্ত্রসহ অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
Advertisement
সহকারী পুলিশ সুপার (এএসপি) গৌরব আগরওয়াল স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, অভিযুক্ত লালা তাদভি উপজাতি অধ্যুষিত জেলার পানেজ গ্রামের ভুক্তভোগী শিশুটিকে তার মায়ের উপস্থিতিতে সকালে বাড়ি থেকে অপহরণ করেন। পরে শিশুটিকে তাদভি তার বাড়িতে নিয়ে কুড়াল দিয়ে ঘারে আঘাত করে মারাত্মকভাবে জখম করেন।
‘তারপর তিনি শিশুটির গলা থেকে বেরিয়ে আসা রক্তসংগ্রহ করে তারই বাড়ির কাছে একটি মন্দিরে কিছু রক্তউৎসর্গ করেন। এ ঘটনা দেখে কয়েকজন গ্রামবাসী হতবাক হয়ে যান। কিন্তু ততক্ষণে তাদের কিছু করার ছিল না। এ ছাড়া অভিযুক্ত ব্যক্তির হাতে কুড়াল ছিল। তাই তারা পুলিশকে খবর দেন’, যোগ করেন গৌরব আগরওয়াল।
Advertisement
পুলিশের এ কর্মকর্তা আরও জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তি জাদুবিদ্যার চর্চাকারী বলে মনে হচ্ছে না। তাকে মানসিকভাবে অসুস্থ মনে হচ্ছে। হত্যার পেছনের সঠিক উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়। শিশুটিকে খুনের নেপথ্যে অন্য কোনো কারণ আছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে। শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে খুন ও অপহরণের অভিযোগে তাদভিরের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।

নরবলির ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ছবি: এএনআই