ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকার রামপুরা বনশ্রী প্রতিনিধি,শনিবার ০৮ মার্চ ২০২৫ || ফাল্গুন ২৩ ১৪৩১ :
ঢাকার রামপুরা বনশ্রী এলাকায় স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণালঙ্কার ও টাকা লুটের ঘটনা ঘটনায় ছয় জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় লুণ্ঠিত স্বর্ণালঙ্কার ও অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Advertisement
শনিবার (৮ মার্চ) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগে নতুন উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
তিনি জানান, আজ দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এ বিষয়ে ব্রিফ করবেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
Advertisement
এর আগে গত ২৩ ফেব্রুয়ারি রাতে বনশ্রীর ডি ব্লকের সাত নম্বর রোডের ২০ নম্বর বাড়ির সামনে আনোয়ার হেসেন নামে এক ব্যবসায়ীকে গুলি করে সোনা ও টাকা লুট করা হয়।
Advertisement
এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
আনোয়ার হোসেন জানান, তিন মোটরসাইকেলে আসা প্রায় সাত জন তার কাছে থাকা ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিতেই তাকে লক্ষ করে গুলি ছোড়ে। পরে তার সঙ্গে থাকা স্বর্ণ ও টাকা নিয়ে পালিয়ে যায়।
গত ২৩ ফেব্রুয়ারি বনশ্রীতে গুলি করে ব্যবসায়ীর কাছ থেকে স্বর্ণ ও টাকা লুট করে নেওয়া হয়। ছবি ভিডিও থেকে নেওয়া।