ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি), নারায়ণগঞ্জের সোনারগাঁও প্রতিনিধি,সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫ || ফাল্গুন ১১ ১৪৩১ :
প্রয়াত চিত্রনায়িকা পারভীন সুলতানা দিতির মেয়ে লামিয়া সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় আত্মীয়দের সঙ্গে জমির বিরোধে হামলার শিকার হয়েছেন। অপ্রত্যাশিত হামলার এই ঘটনায় লামিয়া তার ছোট মামীকে দায়ী করছেন।
Advertisement

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে সোনারগাঁ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হামলার সময় লামিয়া চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক থেকে লাইভও করেন।
ওই লাইভে দেখা যায়, লামিয়ার গাড়ি ভাঙচুর করা হচ্ছে। ভিডিওতে লামিয়া বলছিলেন, তার পা ভেঙে ফেলা হয়েছে। তিনি হাঁটতে পারছেন না। তার গাড়িও ভাঙা হয়েছে।
Advertisement

এদিকে ঘটনার পরপরই শনিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে লামিয়া চৌধুরী বলেন, ‘আম্মা মারা যাওয়ার পর প্রতি সপ্তাহের শুক্র ও শনিবারে কাজিনদের নিয়ে আমি নারায়ণগঞ্জে যাই। ওখানে আমাদের আত্মীয়স্বজন থাকেন। তাদের সঙ্গে সময় কাটিয়ে আসি। আজও গিয়েছিলাম। আসার পরই সন্ত্রাসীদের হামলার শিকার হই।’
তিনি আরও বলেন, ‘নারায়ণগঞ্জের সোনারগাঁতে আমাদের পৈতৃক জায়গা দখল করার চেষ্টা চলছে বেশ কিছুদিন ধরেই। সেই টার্গেটে আমি যাওয়ার পর দলবল নিয়ে সন্ত্রাসীরা আসে। তাদের হাতে অস্ত্র ছিল। তারা আমাকে মেরে ফেলার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছিল।’
লামিয়া বললেন, ‘প্রথমে আমার ওড়না টেনে ছিঁড়ে ফেলেছে। এরপর আমাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়েছে। আঘাত করে আমার পা ভেঙে ফেলেছে। আমি হাটতে পারছিলাম না। পরে প্রাণ বাঁচাতে আমার ড্রাইভার কোনো রকম আমাকে গাড়িতে তুলে সেখান থেকে নিয়ে এসেছে। ওরা আমার খালাকে আটকে রেখেছে।’
Advertisement

এই হামলার ঘটনায় লামিয়া অভিযোগ করছেন তার প্রয়াত ছোটমামা টিপু সুলতানের স্ত্রী লায়লা লুৎফুন্নাহার শারমিন প্রীতিকে।


