
মাদ্রাসাছাত্রকে বলাৎকারের ঘটনায় একই মাদ্রাসার সাইফুল ইসলাম গ্রেফতার
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি), কুড়িগ্রামের উলিপুর প্রতিনিধি,মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫ || মাঘ ২৮ ১৪৩১ :
কুড়িগ্রামের উলিপুরে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের ঘটনায় একই মাদ্রাসার সাইফুল ইসলাম নামে এক শিক্ষককে জনতা আটক করে পুলিশে দিয়েছে। বিক্ষুব্ধ জনতা ওই শিক্ষকের চুল কেটে দেয়।
Advertisement

ঘটনাটি ঘটেছে, উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নেফড়া পশ্চিম কালুডাঙ্গা হাফিজিয়া মাদ্রাসায়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে ওই মাদ্রাসার আবাসিক এক শিশু শিক্ষার্থীকে শিক্ষক সাইফুল ইসলাম পড়াবে বলে নিজ কক্ষে ডেকে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর ওই শিক্ষার্থীকে জোরপূর্বক বলাৎকার করে সে। এ সময় শিশুটি কাঁদতে থাকলে তাকে বিভিন্ন ভয় দেখায় সে।
Advertisement

তবে পরে ঘটনাটি কাউকে জানালে তাকে জিনের সাহায্যে মেরে ফেলায় হুমকি দেয় বলে শিশুটি জানায়।
ঘটনার পরদিন বুধবার শিশুটি বাড়িতে গিয়ে বাবা-মাকে জানালে পরিবারের লোকজন ওই শিক্ষক সাইফুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করেন।
Advertisement

একপর্যায়ে তিনি বলাৎকারের ঘটনা স্বীকার করেন। এ সময় বিক্ষুব্ধ জনতা তাৎক্ষণিক ওই শিক্ষকের মাথার চুল কেটে দিয়ে তাকে পুলিশে সোপর্দ করেন।

উলিপুর থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে উলিপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদ্রাসা শিক্ষক সাইফুলকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠান হয়েছে।
                

