যাত্রাবাড়ী থানার সাবেক ওসি ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),যাত্রাবাড়ী  প্রতিনিধি,মঙ্গলবার   ১১ ফেব্রুয়ারি ২০২৫ ||  মাঘ ২৮ ১৪৩১ :

দুর্নীতির অভিযোগ তদন্তাধীন থাকায় যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম ও তার স্ত্রী লায়লা খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

Advertisement

 

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব সোমবার (১০ ফেব্রুয়ারি) এ আদেশ দেন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।

মাজহারুল ইসলাম ও লায়লা খানের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেছিলেন দুদকের সহকারী পরিচালক বিষাণ ঘোষ।

Advertisement

আবেদনে বলা হয়, ওই দম্পতির বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ উপায়ে বিপুল পরিমাণ অর্থ অর্জনের অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। লায়লা খানের ব্যাংক হিসাবে মোটা অঙ্কের টাকা জমা রেখেছেন প্রাক্তন ওই পুলিশ কর্মকর্তা। ওই দম্পতি দেশ থেকে পালানোর চেষ্টা করছেন। তারা পালিয়ে গেলে তদন্ত ব্যাহত হতে পারে। তাই, তাদের বিদেশ গমন রহিত করতে ভ্রমণে নিষেধাজ্ঞা একান্ত প্রয়োজন।

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি মাজহারুল ইসলাম