খুলনায় পপির নায়িকার জন্মস্থান ও পৈত্রিক জমিদার বাড়ি দখলের চেষ্টা (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিনোদন  প্রতিনিধি,সোমবার   ১০ ফেব্রুয়ারি ২০২৫ ||  মাঘ ২৭ ১৪৩১ :

চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির বিরুদ্ধে পৈতৃক জমি দখলের অভিযোগ এনে থানায় জিডি করেছেন বোন ফিরোজা পারভীন। সোমবার খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় জিডিটি করা হয়। জিডিতে উল্লেখ করা হয়, পৈতৃক জমি দখলে নেওয়ার জন্য স্বামী আদনান উদ্দিন কামাল, কল্লোল মজুমদার, শিপনসহ বেশ কয়েকজন সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সোনাডাঙ্গা থানাধীন শিববাড়ি ভাড়াটিয়া বাড়ির সামনে হাজির হন। বাধা দিলে ফিরোজা পারভীনসহ সবাইকে হুমকি দেন পপি ও তার স্বামী।

Advertisement

পপির মেজো বোন ফিরোজা পারভীন আরও বলেন, আমরা ৪ বোন, ২ ভাই। পপি সবার বড়। বাবার মৃত্যুর পর থেকেই তিনি আমাদের জমি দখলে নিতে চেষ্টা করছেন। এতে আমরা হয়রানির শিকার হচ্ছি। পপি ছাড়া আমরা সবাই এক আছি।

Advertisement

আগেও আমাদের পেশি শক্তির ভয় দেখানো হয়েছে। বিষয়টি নায়ক আলমগীর, জায়েদ খানসহ আরও দুয়েকজন জানেন। সব জানার পর আলমগীর সাহেব পপিকে বিষয়টি সমাধানের কথা বলেছিলেন। কিন্তু পপি কোনো কিছুতেই থামছে না। সবার জমি তিনি একাই দখল করতে চান।

Advertisement

তবে অভিযোগ অস্বীকার করে পপি বলেন, আমি ১৯৯৬ সাল থেকে অভিনয়ের মাধ্যমে যত অর্থ উপার্জন করেছি তার সিংহ ভাগ পরিবারের পেছনে ব্যয় করেছি। আমার ভাই-বোনের কোনো পেশা নেই। আমার উপার্জিত অর্থেই এই সম্পত্তি কেনা হয়। এখন এ জমির স্বত্ব আমি বুঝে পেতে চাইলেই অন্য ভাই-বোনেরা আমার বিরোধিতা করছে।

চিত্রনায়িকা পপি