পরিচ্ছন্নতাকর্মী থেকে অস্কার জয়ী অভিনেত্রী, কে এই অলিভিয়া? (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিনোদন প্রতিনিধি,শনিবার   ০১ ফেব্রুয়ারি ২০২৫ ||  মাঘ ১৯ ১৪৩১ :

জীবনের শুরুটা পরিচ্ছন্নতাকর্মী হিসেবে শুরু করেন বর্তমানে আন্তর্জাতিকমানের সেরা অভিনেত্রী অলিভিয়া কোলম্যান। হলিউডের এ অভিনেত্রী প্রমাণ করেছেন জীবনের কঠিন পরিস্থিতিতে ভেঙে না পরে প্রবল ইচ্ছায় সাফল্যের নাগাল পাওয়া সম্ভব।

Advertisement

অভিনেত্রী হওয়ায় অনেকেই মনে করেন শোবিজ দুনিয়ার তারকাদের জীবন শুরু থেকে শেষ পর্যন্ত নানা রঙে রঙিন। দর্শকরা জাকজমকপূর্ণ সাফল্যের গল্পটা জানলেও অনেকেই হয়ত জানেন না অভিনেত্রীদের ধূসর জীবনের কথা।

Advertisement

১৯৭৪ সালের ৩০শে জানুয়ারি নরফোকের নরউইচে জন্মগ্রহণ করেন অলিভিয়া। বিশ্বে এ নামে পরিচিত হলেও অভিনেত্রীর আসল নাম সারা ক্যারোলিন কোলম্যান। সারার বাবা কিথ কোলম্যান ছিলেন একজন চার্টার্ড সার্ভেয়ার। মা ম্যারি (জন্মনাম লিকি) ছিলেন একজন নার্স।
অভিনেত্রী অলিভিয়া কোলম্যান। ছবি: সংগৃহীত