ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিনোদন প্রতিনিধি,সোমবার ২০ জানুয়ারি ২০২৫ || মাঘ ৬ ১৪৩১ :
এখন যেন আতঙ্কের নাম তারকাবহুল মুম্বাইয়ের বান্দ্রা এলাকা। কারণ এত কড়া নিরাপত্তার মধ্যেই নবাব বাড়িতে ঘটেছে ভয়াবহ হামলার ঘটনা। নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন। ইতিমধ্যে ৩৫টি পৃথক দল গঠন করে তদন্তের কাজ শুরু করেছে তারা। সাইফের বাড়ির সেই হামলাকারীকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে।
Advertisement
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের খবরে, ‘সাইফকে আক্রমণ করা দুর্বৃত্তকে চলতি সপ্তাহে শাহরুখের বাড়ি মান্নাতের আশপাশে দেখা গেছে বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, শাহরুখের বাড়িও পর্যবেক্ষণ করতে গিয়েছিল ওই ব্যক্তি। এমনকি সাইফের ঘটনার পর তদন্ত দল মান্নাত পরিদর্শনেও গিয়েছিল বলে জানিয়েছে তারা।’
পুলিশ সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি বলছে, ১৪ জানুয়ারি শাহরুখ খানের বাসভবনের কাছে একটি সন্দেহজনক গতিবিধি দেখা গেছে।
Advertisement
মান্নাতের পেছনের একটি লাগোয়া ঘরে ছয়-আট ফুট লম্বা লোহার সিঁড়ি স্থাপন করে এক ব্যক্তি প্রাঙ্গণটি পর্যবেক্ষণ করার চেষ্টা করেছিলেন। পুলিশের সন্দেহ, সাইফ আলী খানের ওপর হামলায় জড়িত একই ব্যক্তি হতে পারে। মান্নাত থেকে উদ্ধার করা সিসিটিভি ফুটেজের ব্যক্তির উচ্চতা এবং গড়নের সঙ্গে সাইফের বাড়ির ফুটেজে দেখা সন্দেহভাজন ব্যক্তির মিল রয়েছে।
সূত্রটি আরও জানিয়েছে, এ ঘটনার সঙ্গে একাধিক ব্যক্তি জড়িত রয়েছে। মান্নাতের পাশে পাওয়া লোহার সিঁড়িটি বেশ ভারী, একজন ব্যক্তির পক্ষে বহন করা খুব ভারী বলে মনে করা হচ্ছে, যা ইঙ্গিত দেয় এ ঘটনায় কমপক্ষে দুই থেকে তিনজন লোক জড়িত রয়েছে। যদিও এ ঘটনার বিষয়ে এখনো কোনো অভিযোগ দায়ের করেননি শাহরুখ, তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে পুলিশ।
Advertisement
এদিকে, আগের তুলনায় অনেকটাই সুস্থ রয়েছেন সাইফ। শুক্রবার (১৭ জানুয়ারি) অল্প হেঁটেছেন চিকিৎসকদের পরামর্শে। যদিও হাসপাতাল থেকে ছাড়া পাননি এখনও। চিকিৎসকরা বলছেন, পরিস্থিতি বুঝে সাইফকে হাসপাতাল থেকে ছাড়া হবে।

শাহরুখের বাড়িও পর্যবেক্ষণ করে হামলাকারী। ছবি: সংগৃহীত