ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),মুম্বাইয়ের নাইগাঁও প্রতিনিধি, বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪ || পৌষ ১১ ১৪৩১ :
দেড় বছরের একটি কুকুরছানাকে মুম্বাইয়ের নাইগাঁও থেকে উদ্ধার করেন বলিউড অভিনেত্রী জয়া ভট্টাচার্য। এরপর অভিনেত্রী জানান, এক ব্যক্তি কুকুরছানাটিকে নির্মমভাবে ধর্ষণ করেছে। এ বিষয়ে মামলাও দায়ের করেছেন এই অভিনেত্রী।
Advertisement

জয়া ভট্টাচার্য বলেন, “কুকুরছানাটিকে ধর্ষণের বিষয়ে আমরা একটি মামলা করেছি, এ মামলায় লোকটিকে গ্রেপ্তার করেছিল পুলিশ। কিন্তু সেই ব্যক্তি জামিনে মুক্ত হয়েছে। কুকুরটির জন্য ন্যায়বিচার কীভাবে পাওয়া যায়, আমরা সেই চেষ্টা করছি।”
Advertisement

কুকুর উদ্ধারকারী একটি এনজিও’র সঙ্গে যুক্ত জয়া ভট্টাচার্য। গুরুতর অবস্থায় কুকুরছানাটি উদ্ধার করেন তিনি। এরপর প্রয়োজনীয় চিকিৎসা করান। এ বিষয়ে জয়াকে সহযোগিতা করেন অভিনেত্রী শিবানি ডান্ডেকর।

জয়া ভট্টাচার্য


