ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),গাজীপুরের কালিয়াকৈর প্রতিনিধি,শুক্রবার ২৫ অক্টোবর ২০২৪ || কার্তিক ৯ ১৪৩১ :
গাজীপুরের কালিয়াকৈরের পুর্বচান্দরা পাশা গেইট এলাকায় অবৈধ দখলে থাকা বন বিভাগের ৬ একর জমির উদ্ধারে অভিযান চালিয়েছে বনবিভাগ। বুধবার (২৩ অক্টোবর) সকাল থেকে যৌথবাহিনীর সহযোগিতায় এ অভিযান চালানো হয়।
Advertisement

বনবিভাগের দাবি, গত ৫ আগস্টের পর অবৈধভাবে বনের জমি দখলে নিয়ে প্রায় ৩ শতাধিক ঘরবাড়ি তৈরি করে দখলদাররা। ঘর নির্মাণের সময় তাদের বাধা দেয়া হলেও তা অমান্য করে এসব স্থাপনা নির্মাণ করা হয়। তাদের বাড়িঘর ভেঙে চলে যাওয়ার জন্য এক সপ্তাহ আগে থেকে মাইকিং করা হয়। এ অবস্থায় যৌথবাহিনীর সমন্বয়ে সকাল থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে বন বিভাগ।

অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউসার আহমেদ জানান, এ পর্যন্ত অবৈধভাবে থাকা শতাধিক ঘরবাড়ি উচ্ছেদ করে দুই একর জমি উদ্ধার করা হয়েছে। আর বন বিভাগের সহকারী বন সংরক্ষক রেজাউল ইসলাম জানান, বনের জমিতে অবৈধ স্থাপনার বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।
Advertisement


অবৈধ দখলে থাকা বন বিভাগের ৬ একর জমি উদ্ধার। ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি)


