দলীয় প্রার্থীদের সাবধান করলেন ওবায়দুল কাদের (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),নোয়াখালী-৫ প্রতিনিধি ,শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩ : দ্বাদশ সংসদ নির্বাচনে নিজ আসন নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) এ নির্বাচনী প্রচার শুরু করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

Advertisement

ভোটের মাঠে নেমেই দলীয় প্রার্থীদের সাবধান করে দিয়েছেন আওয়ামী লীগের এই শীর্ষ নেতা। বলেছেন, নির্বাচনের আচরণবিধি মেনে চলতে হবে। ফাউল করলে খবর আছে। আমরা কারো জন্য তদবির করবো না।

শুক্রবার বিকেলে নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাটে নির্বাচনী এক পথসভায় তিনি এসব কথা বলেন।

Advertisement

ওবায়দুল কাদের বলেন, জাতীয় পতাকা ছাড়া শেখ হাসিনা সিলেটে গেছেন, আমরা কেউই ফ্লাগ ব্যবহার করছি না। তিনি (শেখ হাসিনা) সরকারি কোনো সেবা নেন নাই। আমরাও নেই না। নির্বাচনের আচরণ বিধি ভঙ্গ করেননি। যত প্রার্থী আছে সবাইকে আচরণ বিধি মেনে চলতে হনে। ফাউল করলে খবর আছে। নির্বাচনের আচরণ ভাঙলে কারো জন্য তদবির করা হয়নি, হচ্ছে না। যারা নির্বাচন বাধা দেবে তাদের আইনি ব্যবস্থার মুখোমুখি হতে হবে

ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্রকে বাঁচাতে হলে বাংলাদেশকে বাঁচাতে হবে। গণতন্ত্রকে বাঁচাতে হলে সংবিধানকে বাঁচাতে হবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে।

বিএনপির উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি বলেছিলো ২৮ তারিখের পরে নাকি আওয়ামী লীগ পালানোর জায়গা পাবে না। এখন তারা কই। তাদের ৫৪ দল ভুয়া। তারা পল্টন থেকে দৌড়াতে দৌড়াতে পালিয়েছে।

Advertisement

তিনি বলেন, নির্বাচনে আসে নাই, তারা বর্জন করবে। তাদের অবরোধ হরতাল ভুয়া কোনো কাজ হয় না। রাস্তায় জ্যাম আরো বেড়ে গেছে। তারা পারে শুধু মানুষ মারতে। তাদের সব আন্দোলন ভুয়া হয়ে গেছে এখন তারা কি করবে? ফাউল খেলে লালকার্ড নিয়ে তারা পালিয়েছে

বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার প্রসঙ্গে তিনি বলেন, পুলিশ পিটিয়ে হত্যা করে তারা, এটা কি ফৌজদারি অপরাধ নয়?

জেলে যাবে না তো কোথায় যাবে তারা, সুখের ঘরে যাবে?  যাদের গ্রেপ্তার করা হচ্ছে এরা সবাই ফৌজদারি অপরাধী। যুক্তরাষ্ট্র বলে যারা ভোটে বাধা দেবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। আজকে কারা ভোটে বাধা দিচ্ছে?  দাড়িয়ে থাকা গাড়িতে আগুন লাগিয়ে হেলপারকে হত্যা করা হয়েছে। মায়ের বুক জড়িয়ে থাকা শিশুকে তারা পুড়িয়ে মারছে। এগুলো কি ফৌজদারি অপরাধ নয়? এগুলো যারা করবে তাদের জেলের ভাত খেতে হবে।

বিএনপির অসহযোগ আন্দোলন নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির কথা শুনে ঘোড়াও হাসে। তারা নাকি খাজনা দেবে না। এদের বিরুদ্ধেই অসহযোগ আন্দোলন করতে হবে। এখন লন্ডন থেকে হাওয়া ভবনের চোরা বলছে সে নাকি ট্যাক্স দেবে না। সাহস থাকলে দেশে এসে কথা বলেন।

ওবায়দুল কাদের নিজের নির্বাচনী আসন নিয়ে বলেন, এখানে অনেক প্রার্থী আছে। সবার সাথে ভালো ব্যবহার করতে হবে। কারো সাথে ক্ষমতার দাপট দেখানো যাবে না

নিজের এলাকার উন্নয়ন নিয়ে তিনি বলেন, নোয়াখালীর একশো বছরের দাবি আওয়ামী লীগ সরকার প্রায় শেষ করে এনেছে। লোডশেডিং ছাড়া বিএনপি আমলে এই এলাকার মানুষ কিছুই দেখেনি। যাদেরকে ধর্মবিরোধী বলে প্রচার করা হয় সেই বঙ্গবন্ধু কন্যা এতগুলো মডেল মসজিদ করেছে।  গাজায় প্রতিদিন মানুষের রক্ত ঝড়ছে। বিএনপি আর তাদের ইসলামি দলকে জিজ্ঞেস করি, ফিলিস্তিন নিয়ে কেন তারা কিছু বলে না। গাজায় হত্যাকাণ্ড নিয়ে কেন তাদের মুখে কিছু নেই, আর কোনোদিন ওয়ান ইলেভেন আসবে না। এই দেশের মানুষ নির্বাচন চায় ওয়ান ইলেভেন নয়। আওয়ামী লীগ মাঠ ছেড়ে পালাবে না। সময় মত ভোট দেবেন নিশ্চিতভাবে। আপনাদের দোয়ায় মরা মানুষ বেঁচে আছি। এলাকার মানুষের সেবা করার জন্যই আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। এলাকার বেকারত্ব দূর করার জন্য কাজ করতে চাই।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের দিন পর্যন্ত আরেকটু কষ্ট করতে হবে। আপনারা অনেক কষ্ট করেছেন, কাউকে ভয় পাবেন না। আল্লাহ ছাড়া ভয়ের কেউ নেই।

কারো মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে মিটিয়ে নিন, আগামী দিনে অতীত থেকে শিক্ষা নিয়ে ভালো ভাবে চলবেন। সামনে শুভ দিন। খেলা হবে ৭ তারিখ সকাল বিকাল। খেলা হবে দুর্নীতি লুটেরাদের বিরুদ্ধে।

এসময় ওবায়দুল কাদেরের ছোট ভাই নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের মির্জা ও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।