ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি ,মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩ : ডিবি পরিচয়ে ডাকাতির মাস্টারমাইন্ড শহীদ মাঝিসহ মোট ১৬ জন ডাকাতকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। উদ্ধার করা হয়েছে ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাস, নকল ডিবি পোশাকসহ নানা সরঞ্জাম।
Advertisement
মঙ্গলবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপি অতিরিক্ত কমিশনার ও ডিবি প্রধান হারুন অর রশীদ।
সোমবার রাতে ক্যান্টনমেন্ট থানার একটি মামলায় শহিদ মাঝিকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দো পুলিশ। তার দলের মোট সাতজন ও অপর একটি গ্রুপ ডাকাতির প্রস্তুতিকালে আরো একটি দলেরর ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। দুই দলই একে অপরের পরিচিত। গাজীপুরের কালিয়াকৈর ও ঢাকা বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, জুনের ১৭ তারিখ ডিবি পরিচয়ে তুলে নিয়ে গিয়ে প্রায় ১৪ লাখ টাকা মূল্যমানের বিদেশি মুদ্রা ডাকাতির ঘটনায় নড়েচড়ে বসে আইনশৃঙ্খলা বাহিনী। আর এই ডাকাত চক্রকে ধরতে রাজধানী ও এর আশপাশের এলাকায় অভিযান শুরু হয়।
অবশেষে গাজীপুরের কালিয়াকৈরে এক জঙ্গলে অভিযান চালায় পুলিশের গোয়েন্দা বিভাগ। গ্রেপ্তার করা হয় এই চক্রের মাস্টার মাইন্ড শহীদ মাঝিকে। শহীদ মাঝি জানায় সারাদেশে ২০টি চক্রের প্রায় ২০০ সদস্য ডিবি পরিচয়ে ডাকাতি করে।
গোয়েন্দা বিভাগ বলছে, একসময় পুলিশের সোর্স ছিল এই শহীদ মাঝি। সেখান থেকেই আইডিয়া নিয়ে প্রথমে ডিবি পুলিশের নকল পোশাক বানিয়ে ডাকাতির পরিকল্পনা করে সে। ২০১২ সালে শহীদ গড়ে তোলে নিজের ডাকাত দল। প্রায় এক যুগ ধরে ডিবি পরিচয়ে ডাকাতি করে আসছে তার দলের সদস্যরা। এ পর্যন্ত ৭টি মামলা হয়েছে তার বিরুদ্ধে।
ডিবি প্রধান বলেন, ক্যান্টনমেন্ট থানার একটি মামলার তদন্তে শহীদ মাঝি ও তার দলের সদস্যদের গ্রেপ্তার করি। এই মামলার তদন্তকালে ৩০০ ফিট অস্ট্রেলিয়ান স্কুলের সামনে থেকে আরেকটি গ্রুপের ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিবির ওই কর্মকর্তা বলেন, এই দুই দলের বাইরেও আমরা তৃতীয় আরেকটি দলের সন্ধানও পেয়েছি।
Advertisement
গ্রেপ্তাররা হলেন, মো. শহিদুল ইসলাম মাঝি অরফে শহীদ মাঝি, শ্রী সাগর চন্দ্র মালি, শাহ আলম হাওলাদার, মো. কামরুল ইসলাম অরফে রমিজ তালুকদার, মো. মাকসুদুল মোমিন অরফে শামীম, মো. হাসান, মো. নুরুল ইসলাম, মো. খলিলুর রহমান, মো. আকরাম হোসেন, দ্বীন ইসলাম অরফে কাউছার আহম্মেদ, ইলিয়াছ আহম্মেদ অরফে নিরব, ফরহাদ আলী, রিয়াজ হোসেন হাওলাদার অরফে রিয়াজুল, শফিকুল ইসলাম লিটন, সেরাজুল ইসলাম, জহিরুল ইসলাম পিন্টু। তাদের কাছ থেকে ৩০টি মোবাইল ফোন, ১টি মাইক্রোবাস, ডিবি জ্যাকেট, হ্যান্ডকাপ ও ডাকাতি কাজে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
ডিবি জানায়, গত ১৭ জুন আব্দুল আজিজ পল্টন থেকে ১৩ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে খিলক্ষেতের বাসার যাচ্ছিলেন। সন্ধ্যা ৮টার দিকে জিয়া কলোনী এমপি চেকপোষ্টের সামনে পৌঁছালে অজ্ঞাতনামা ৩/৪ জন ব্যক্তি মাইক্রোবাসের মাধ্যমে তার ভাড়ায় চালিত মোটরসাইকেলের গতিরোধ করে। এরপর অজ্ঞাতনামা ৩/৪ জন আসামী ডিবির পোষাক পরা অবস্থায় এবং ডিবি পরিচয়ে আজিজকে মাইক্রোবাসে উঠিয়ে নেয়। এরপর তার হাত, পা ও চোখ বেঁধে এলোপাতাড়িভাবে মারপিট করে ভয়ভীতি দেখিয়ে তার সাথে থাকা কাধ ব্যাগে ১৩ লাখ টাকা, মানিব্যাগে থাকা ১৯ হাজার টাকা, ৩টি মোবাইল ফোন এবং তার বিকাশে এজেন্ট নাম্বার পিন কোড জেনে ৩৭ হাজার টাকা তুলে নিয়ে নেয়। পরবর্তীতে বিভিন্ন স্থানে ঘোরাফেরা করে রাত ১০টার দিকে রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার অন্তর্গত চরপাড়া সাকিনস্থ রাস্তার পাশে ফাঁকা জায়গায় ফেলে যায়। এঘটনায় ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন আজিজ।
Advertisement
ডাকাতির এমন ঘটনায় শহীদ মাঝিসহ মোট ১৬ জন ডাকাতকে গ্রেপ্তার করেছে সংস্থাটি। উদ্ধার করেছে ডাকাতির কাজে ব্যবহৃত নানা সরঞ্জাম।