সৎ পুলিশের জীবনী নিয়ে সিনেমা, মুক্তির পর বেরিয়ে এলো থলের বিড়াল (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিনোদন প্রতিনিধি,শনিবার, ১০ ডিসেম্বর ২০২২ : ভারতের আইপিএস অফিসার অমিত লোধার কার্যক্রম এবং জীবনী নিয়ে নির্মিত হয়েছে ওয়েব সিরিজ ‘খাকি: দ্য বিহার চ্যাপ্টার’। সিরিজে একজন পেশাগত পুলিশ অফিসারের জীবনের সততার নানা দিক তুলে ধরা হয়েছে। দেখানো হয়েছে কীভাবে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়। সিরিজটি মঙ্গলবার (২২ নভেম্বর) ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় এটি।

তবে মুক্তির পর দর্শকদের ব্যাপক সাড়া পেলেও, অমিত লোধার বিরুদ্ধে উঠেছে দুর্নীতির অভিযোগ। কারণ, বিহারের মগধে পেশাগত দায়িত্ব পালনকালে নাকি অনেক অবৈধ অর্থ হাতিয়ে নিয়েছেন এই পুলিশ অফিসার। আর সেই অর্থ দিয়েই নিজের জীবনী নিয়ে ওয়েব সিরিজ নির্মাণ করেছেন তিনি।

ভারতীয় এক গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, অমিত লোধার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা দায়ের করে স্পেশাল ভিজিল্যান্স ইউনিট। তিনি কখনই একজন পেশাদার লেখক নন। নিজের অপরাধমূলক সকল কার্যক্রম ধামা চাপা দেওয়ার জন্যই ‘বিহার ডায়েরিজ’ নামে একটি বই লিখেন তিনি। সেই সঙ্গে বেআইনি পথে অর্থ উপার্জন ও সেটা আড়াল করার জন্য বইটি ব্যবহার করেছেন। তারই ধারারবাহিকতায় ‘খাকি: দ্য বিহার চ্যাপ্টার’ ওয়েব সিরিজটি তৈরি করা হয়েছে।

অভিযোগে আরও জানানো হয়, ওই অভিযোগে বলা হয়— বেআইনি পথে অর্থ উপার্জন করেছে অমিত লোধা। আর সেই অর্থ কালো অর্থ সাদা করার ষড়যন্ত্রও করেছেন তিনি। তাই ভারতীয় দণ্ডবিধির কয়েকটি ধারায় অভিযোগ দায়ের হয়েছে তার বিরুদ্ধে।

এদিকে তার স্ত্রী কৌমিদি লোধার বিরুদ্ধেও অভিযোগ তুলেছে ওই প্রোডাকশন হাউজ। জানা গেছে, অমিতের স্ত্রীর সঙ্গে তার ১ কোটি রুপির চুক্তি হয়। আর সেই চুক্তি সই হওয়ার সময়কালীন ৪৯ লাখ রুপি জমা হয় কৌমিদির অ্যাকাউন্টে। পরে নিয়মিত বিপুল পরিমাণ টাকার লেনদেন হয় তার অ্যাকাউন্টে। এতে তাদের কালো টাকা সাদা করার জন্যই তারা এই কাজগুলো করেছে। তাই অমিতের সঙ্গে কৌমিদির বিরুদ্ধেও মামলা করা হয়েছে।

খবর : ইন্ডিয়া টিভি নিউজ ডটকম