
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),রংপুর প্রতিনিধি,বুধবার, ০৫জানুয়ারি ২০২২ : রংপুরে প্রেমের ফাঁদে ফেলে সাধারণ মানুষদের জিম্মি করে টাকা আদায়ের অভিযোগে জেলায় কর্মরত এক পুলিশ পরিদর্শকের স্ত্রীকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন কোতোয়ালী পুলিশ।
মঙ্গলবার (০৪ জানুয়ারি) সন্ধ্যায় মহানগরীর বিকন মোড়ের একটি বহুতল ভবনের তৃতীয় তলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ওই নারীর নাম কানিজ ফাতিমা আনিসা (৩৬)। তার স্বামীর নাম হাবিবুর রহমান। তিনি পুলিশ সুপার কার্যালয়ে পরিদর্শক পদে কর্মরত।
কোতয়ালী থানার ওসি আব্দুর রশিদ জানান, ফাতেমা রংপুর জেলা পুলিশ হাসপাতালের দায়িত্বরত পরিদর্শক হাবিবুর রহমানের স্ত্রী। তারা নগরীর বিকন মোড়ের ছয়তলা ওই ভবনটি তৃতীয় তলায় ভাড়ায় থাকতেন।
পুলিশ জানিয়েছে, রংপুর এক্সপ্রেসের ম্যানেজার আশরাফুল ইসলামের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। ফাতেমার বাড়ি বগুড়ার সোনাতলা ও হাবিবুর রহমানের বাড়ি কুড়িগ্রামে।
মামলার অভিযোগে বলা হয়, প্রেমের ফাঁদে ফেলে ফাতেমা আশরাফুলের কাছ থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফাতেমা এ চক্রের বেশ হোতা ও অন্যান্য সদস্যদের তথ্য দিয়েছেন। তা খতিয়ে দেখতে অভিযান অব্যাহত আছে।
গতকাল সোমবার দুপুরে রংপুর মহানগরীর গ্র্যান্ড হোটেল মোড়ের নিজ বাড়িতে থেকে একই ধরনের প্রতারণার অভিযোগে শাহারুখ করিম অনিক ও স্ত্রী আসমানী আক্তার দম্পতিকে গ্রেপ্তার করে র্যাব-১৩। এ সময় তাদের একটি টর্চার রুম থেকে দুটি চাপাতি, ইলেকট্রিক শর্টের তার, মাদক সেবনের সরঞ্জামাদি, হাতুড়ি, ছুড়ি, স্ট্যাম্প, ভিডিও ধারণের দুটি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়।