‘নৌকার মাঝি রাজাকার, নৌকা যাবে পাকিস্তান’ উপজেলা চেয়ারম্যানের বক্তব্য ভাইরাল (ভিডিও)

SHARE
Comilla

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি), ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১ : কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলা চেয়ারম্যান আবু জাহের আওয়ামী লীগের এক বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারণা চালাতে গিয়ে নৌকার মাঝি (প্রার্থী) কে পাকিস্তান পাঠানোর কথা বলায় বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। এ নিয়ে দলীয় নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।

গতকাল সন্ধ্যায় ব্রাহ্মণপাড়া উপজেলা মালাপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (চশমা) জাহাঙ্গীর আলমের পক্ষে ওঠান বৈঠকে এসব কথা বলেন। ওই ইউনিয়নে নৌকার মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান আবুল কালাম আজাদ।

ভাইরাল হওয়া ভিডিওতে চেয়ারম্যান আবু জাহের বলেন, আমরা প্রমাণ করে দিবো নৌকার মাঝি খারাপ। নৌকার মাঝি রাজাকার, নৌকা যাবে পাকিস্তান। এছাড়াও তিনি বলেন ‘একজন লোক যদি দশটা ভোট দেন তাহলে আমাদের কোনো ভোটের অভাব হবে না, একটা কথা মনে রাখবেন হার-জিত চিরদিন থাকবে, অনেকে আমার নেতাকর্মীদের ভয় দেখায়, তাই আপনারা ভয় পাবেন না’। এরই মধ্যে উপজেলা চেয়ারম্যানের বক্তব্য ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে।

উল্লেখ্য, ২০২০ সালের ১৭ সেপ্টেম্বর ব্রাহ্মণপাড়া উপজেলা চেয়ারম্যান আবু তাহেরের মৃত্যুর পর ওই বছরের ১০ ডিসেম্বর তাঁর ভাই আবু জাহের আনারস প্রতীকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। ওই নির্বাচনে পরাজিত হন নৌকার প্রার্থী জাহাঙ্গীর খাঁন চৌধুরী।

আগামী ২৬ ডিসেম্বর ব্রাহ্মণপাড়া উপজেলার এই ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে।