ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিশেষ প্রতিনিধি,মঙ্গলবার, ০৫ অক্টোবর ২০২১ : শারদীয় দুর্গোৎসবে এবার দেবীর আগমন ঘটবে ঘোড়ার খুরে ধুলো উড়িয়ে। মণ্ডপে মণ্ডপে তাই শেষমুহুর্তের জোড় প্রস্তুতি চলছে। সনাতন ধর্মাবলম্বীদের অপেক্ষা দেবী দুর্গাকে বরণের। গত বছর করোনার কারণে উৎসবের রং কিছুটা ফিকে হলেও এবার সংক্রমণ কম থাকায় বেড়েছে মণ্ডপের সংখ্যা।
শেষ মুহূর্তে মৌলভীবাজার জেলার পূজা মণ্ডপগুলোতে চলতে মৃৎ শিল্পীদের ব্যস্ততা। আপন মনে সাজিয়ে তুলছেন দেবী দুর্গাকে।
শিল্পীরা বলছেন, পূজার একদিন আগে সব ধরনের আয়োজন সম্পন্ন করতে হবে। এজন্য আমাদের দিন রাত কাজ করতে হচ্ছে।
এ বিষয়ে মৌলভীবাজার জেলার পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক পংকজ রায় মুন্না বলেন, মৌলভীবাজার জেলায় সার্বজনীনভাবে ৮৮৯ মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এছাড়া ব্যক্তিগতভাবে আরও ১২৬ মণ্ডপে এ পূজার আয়োজন করা হয়েছে।
অন্যদিকে মাটির কাজ শেষে রং-তুলির আচড়ে দেবীকে রাঙিয়ে তুলতে ব্যস্ত নড়াইলের কারিগর ও শিল্পীরা।
নড়াইল জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক কুমার কুণ্ডু বলেন, আনন্দঘন পরিবেশে যাতে পূজা উদযাপন হতে পারে, সেজন্য সব ধরনের আয়োজন চলছে।
উৎসব আয়োজনে পিছিয়ে নেই নরসিংদীও। করোনা পরিস্থিতিতে গেল ২ বছর স্বল্প পরিসরে হলে, এবার বেড়েছে পরিসর। যদিও রয়েছে স্বাস্থ্যবিধি মানার কঠোর নির্দেশনা।
তবে শুধু স্বাস্থ্যবিধিই নয়, উৎসব ঘিরে দেশের সব জেলার মণ্ডপেই রয়েছে নানা স্তরের নিরাপত্তার ঘেরাটোপ।
এ বিষয়ে মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যাতে তাদের পূজা নির্বিঘ্নে পালন করতে পারে সেজন্য পুলিশের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। পোশাক পরিহিত পুলিশ সদস্যদের পাশাপাশি কাজ করকে সাদা পোশাকধারী পুলিশও।
আগামী ১১ অক্টোবর মহাষষ্ঠীর মাধ্যমে শুরু হবে এবারের দুর্গোৎসব। আর ১৫ অক্টোবর মহাদশমীতে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে আয়োজন।