পরকীয়ার অপবাদে যুবককে পিটিয়ে ইউপি সদস্য গ্রেপ্তার

SHARE
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি,মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১ : মঙ্গলবার (১৩ জুলাই) ভুক্তভোগী সাইফুলের বড় ভাই সাইদুল মেম্বার নওয়াব আলীকে প্রধান আসামি করে মিরপুর থানায় মামলা করেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ফুটেজে দেখা যায়, এক যুবককে রশি দিয়ে হাত-পা বেঁধে বেধড়ক পেটাচ্ছেন এক প্রভাবশালী ব্যক্তি।
খোঁজ নিয়ে জানা গেছে, তিনি কুষ্টিয়ার মিরপুরের ইউপি মেম্বার নওয়াব শেখ। মিরপুরের ঝুটিয়া পাড়ার প্রত্যন্ত গ্রামে সালিশি বৈঠকে সাইফুল ইসলাম বাবু নামে এক যুবককে পরকীয়ার অপবাদে প্রকাশ্যে লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় গত রোববার।
প্রকাশ্যে সাইফুলকে লাঠিপেটা করার কথা স্বীকার করেন প্রত্যক্ষদর্শীরা । আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দেয়নি বলে অভিযোগ করেন নির্যাতিত সাইফুল।
এ অভিযোগে মেম্বার নওয়াব শেখকে আটক করে পুলিশ। এ ঘটনায় স্থানীয়রা মেম্বারের শাস্তি দাবি করেন। 
কুষ্টিয়া পুলিশ সুপার খাইরুল ইসলাম বলেন, যারা প্রকাশ্যে আইন হাতে তুলে নিয়ে যুবককে পিটিয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।