মরদেহের বাড়তি চাপে কবর খোঁড়া হচ্ছে এক্সকেভেটরে (ভিডিও)

SHARE
কবর খুঁড়তে এক্সকেভেটর

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১ : গতানুগতিক পদ্ধতিতে খোঁড়া হচ্ছেনা কবর। নেয়া হচ্ছে যন্ত্রের সাহায্য। ভয়ঙ্কর করোনায় এমন চিত্র রায়ের বাজার কবরস্থানের। সংশ্লিষ্টরা বলছেন, তুলনামূলক বেশি মরদেহ আসায় বাধ্য হয়েই যন্ত্রের মুখাপেক্ষী তারা। ২০২০ সালের এপ্রিল থেকে মহামারিতে মারা যাওয়া প্রায় দেড় হাজার মানুষকে দাফন করা হয়েছে এই কবরস্থানে।

হানিফ মিয়া সিটি কর্পোরেশনের যন্ত্রে মাটি খোঁড়া শিখেছিলেন জীবিকার তাগিদে। তবে ভাবতেও পারেননি ভাগ্যবদলে এই যন্ত্র দিয়েই সারি সারি কবর খোঁড়তে হবে প্রতিদিন। ডাক পরলে এক্সেভেটরের সাহায্যে দিনে ৩০ থেকে পঁয়ত্রিশটি কবর খোঁড়েন হানিফ, পরে তাতে শাবল খুন্তির আঁচড়ে সমান করেন নিয়মিত গোর খোদকরা।

গতবছর লকডাউনের পর থেকে এখন পর্যন্ত ১ হাজার ২৭৩ জন করোনায় মৃতকে দাফন করা হয় রায়ের বাজার কবরস্থান। বিরাম নেই বাসাবো মহাশ্বসান ঘাটেও, জুন মাসের শুরু থেকে এখানে গড়ে প্রতিদিন করোনায় মারা যাওয়া দেহ আসছে তিন চারটি।

শেষকৃত্যের সাথে জড়িত এই সম্মূখ যোদ্ধাদের প্রত্যাশা মানুষের সচেতনতায় একদিন এই ঘোর অন্ধকার কেটে ভোরের আলো ফুটবে।